shono
Advertisement

Breaking News

সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

পন্নিরসেলভমের মুখ্যমন্ত্রীর আসনে বসার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল৷ The post সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Feb 14, 2017Updated: 05:54 AM Feb 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেলেন শশীকলা নটরাজন৷ উল্টোদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পন্নিরসেলভম৷ তামিলনাড়ুর তখতে আপাতত বসা হচ্ছে না চিনাম্মার৷ কারণ মঙ্গলবার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত৷

Advertisement

(১৪ ফেব্রুয়ারিই কি ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের?)

এর আগে এই মামলায় শশীকলাকে মুক্তি দিয়েছিল তামিলনাড়ু হাই কোর্ট৷ কিন্তু এদিন হাই কোর্টের সেই রায়কে আমল না দিয়ে নিম্ন আদালতে নেওয়া সিদ্ধান্তকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দেওয়া হল, ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ কোটি টাকা জরিমানা দিতে হবে শশীকলাকে৷ নিম্ন আদালতে তাঁকে আত্মসপর্মণের নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে৷ অর্থাৎ আগামী ১০ বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না তিনি৷

(সাবধান! প্রেম দিবসে যুগলে ধরা পড়লেই বিয়ের হুমকি)

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণের পর তাঁর ছেড়ে দেওয়া পদে কে বসবেন তা নিয়ে গত এক সপ্তাহ ধরে শশীকলা এবং পন্নিরসেলভমের মধ্যে তীব্র লড়াই চলছিল৷ সোমবার পোয়েজ গার্ডেনে নিজের বাসভবনে দলীয় সমর্থকদের প্রতি ভাষণে পন্নিরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শশীকলা৷ বলেছিলেন, পন্নিরকে উস্কানি দিচ্ছে ডিএমকে৷ কিন্তু গদিতে যে তিনিই বসছেন, সেই দাবিই আরও দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন৷ কিন্তু মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ে এক ঝটকায় ছবিটা পাল্টে গেল৷ পন্নিরসেলভমের মুখ্যমন্ত্রীর আসনে বসার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল৷ আম্মার মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন পন্নির৷ কিন্তু তারপর তামিলনাড়ুর রাজনীতিতে অনেক জল গড়ায়৷ যার ফলে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী হিসেবে আম্মার পছন্দের ব্যক্তি৷ এবার সুপ্রিম কোর্টের রায়ে আম্মার পছন্দের প্রার্থীই হয়তো গদিতে ফিরতে চলেছেন৷

The post সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement