সোমনাথ রায়, নয়াদিল্লি: মণিপুরের (Manipur) অশান্তি নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেগুলিকে একত্র করে শুনানি শুরু হয়েছে। মামলাকারীদের দাবি, উত্তরপূর্বের রাজ্যে হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সোমবার মণিপুরের হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করল শীর্ষ আদালত। উল্লেখ্য, শনিবার রাতে নতুন করে হিংসা ছড়ায় মণিপুরের খোইজুমন্তবি গ্রামে। গুলির লড়াইয়ে দুই ‘গ্রামসেবকে’র মৃত্যু হয়েছে।
দু’মাস ধরে চলা গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত একশোরও বেশি মানুষ নিহত হয়েছেন মণিপুরে। সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত। এমনকী রাজ্যের একাধিক মন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। বিরোধীরা মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। সপ্তাহ খানেক আগে মুখ্যমন্ত্রী বিরেন সিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পরে অবশ্য মত বদল করেন। ব্যাপক অশান্তির মধ্যেই সে রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরও পরিস্থিতি পালটায়নি। এই অবস্থায় মণিপুরের হিংসা নিয়ে মামলায় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কতটা ভাল বা মন্দ তার বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদলত। রিপোর্ট দেবে বিরেন সিং সরকার।
[আরও পড়ুন: পওয়ারের এনসিপিতে ভাঙনের জের? পিছিয়ে গেল বেঙ্গালুরুর বিরোধী বৈঠক]
মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য দাবি করেন, মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেখানে নিরাপত্তাবাহিনী মোতায়েন আছে। রাজ্যে শান্তি ফেরাতে সরকার সচেষ্ট। আরও কিছুটা সময় প্রয়োজন। যদিও মামলাকারী জানান, পরিস্থিতি মোটেও স্বাভাবিক হচ্ছে না। এখনও পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হয়। এরপরই রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করে শীর্ষ আদালত।