সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ঠিকানা তিহাড়ের 'অন্ধকূপ'। সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে এবার সেই বন্দিদশা থেকে মুক্তির আশার আলো দেখছেন কেজরি। শুক্রবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, 'লোকসভা নির্বাচনকে মাথায় রেখে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।'
ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে বার বার। সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, গ্রেপ্তারির বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের শুনানির জন্য সময় লাগতে পারে। তাই আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়ে বিবেচনা করবে। এ প্রসঙ্গে, নির্বাচনের ঠিক আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়েও আদালতের প্রশ্নের মুখে পড়ে ইডি। এদিন শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্নের মুখে পড়ে ইডি। বিচারপতি বলেন, 'স্বাধীনতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করতে পারবেন না কেউ। গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন উঠছে। লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন গ্রেফতার করা হল, জবাব চাওয়া হচ্ছে।' পাশাপাশি, উপযুক্ত আইনি প্রক্রিয়া ছাড়া কারও বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা নিয়ে পদক্ষেপ করা আদৌ সম্ভব কি না, তাও ইডির কাছে জানতে চায় আদালত।
[আরও পড়ুন: ‘নাম রাহুল বা লালু হলে আমরা কী করব?’ নেমসেক প্রার্থী মামলায় ‘বিরক্ত’ সুপ্রিম কোর্ট]
বিচারপতি সঞ্জীব খান্না বলেন, 'এই মামলায় কোনও সংযুক্ত পদক্ষেপ করা হয়নি। গ্রেপ্তারের পর একের পর এক মামলা যোগ করা হয়েছে। ইডির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে বিচারপতি বলেন, 'বলুন, নির্বাচনের ঠিক আগে কেন গ্রেফতার করা হল?' অন্যদিকে, কেজরির অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে জানানো হয়েছে, 'আমরা বলছি না কেজরিওয়ালকে জামিন দেব। আমরা বলছি, জামিনের শুনানি করব। তার পর অন্তর্বর্তী জামিন আমরা দিতেও পারি নাও দিতে পারি। আগামী ৭ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।'
[আরও পড়ুন: লোকসভায় কটা আসন পাবে তৃণমূল? কংগ্রেস-বামেদেরও ভবিষ্যদ্বাণী করলেন মোদি]
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর পর থেকে দফায় দফায় বেড়েছে তাঁর জেল হেফাজতের মেয়াদ। এদিকে ভোটের আগে কেজরির গ্রেপ্তারিকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে আপ। এই ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনে প্রচারও শুরু করেছে তারা। অভিযোগ তোলা হয়েছে, জেলের মধ্যে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছেন দিল্লির উপরাজ্যপাল। এহেন টালমাটাল পরিস্থিতির মাঝেই কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন নিয়ে আদালতের মন্তব্যে আশার আলো দেখছে আপ।