সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে কোনও অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে সিবিআইকে? প্রায় ৩ বছরের টানাপোড়েনের পর এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
সেই ২০১৮ সালেই রাজ্যে ইচ্ছামতো সিবিআই তদন্তের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে তৃণমূল (TMC) সরকার। যার ফলে আদালতের নির্দেশ না থাকলে রাজ্যে কোনও মামলা দায়ের করতে হলে সিবিআইকে রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। তার পরও আদালতের নির্দেশে একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করেছে সিবিআই। যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিল রাজ্য সরকার।
[আরও পড়ুন: এবার আহমেদনগরের নামবদল! মোদিকে পাশে নিয়ে ভোটপ্রচারে ঘোষণা ফড়ণবিসের]
রাজ্যের বক্তব্য ছিল, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনে সিবিআইকে এফআইআর করার আগে রাজ্য প্রশাসনের অনুমতি নিতে হবে। পালটা সলিসিটর জেনারেল যুক্তি দিয়েছেন, রাজ্য সরকার আসলে তথ্য গোপন করতে চলেছে। তাছাড়া রাজ্য সরকার মামলা করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু সিবিআই স্বশাসিত সংস্থা। তারা তদন্ত করছে নিজেদের মতো। এই যুক্তিতে মামলায় প্রত্যাহারের দাবি করেনি সলিসিটর জেনারেল।
[আরও পড়ুন: ১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ চিনের, দিল্লি দরবারে এবার জিনপিংয়ের ‘বিশ্বস্ত’ ফেইহং]
এই নিয়ে প্রায় ৩ বছরের দীর্ঘ শুনানির পর বুধবার রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ। এই মামলার রায়ের উপর রাজ্যের একাধিক মামলার ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী দিনে রাজ্যে SSC মামলায় তদন্ত করতে পারবে কিনা, সেটাও স্পষ্ট হবে এই রায়ে।