shono
Advertisement
R G Kar

'রাত দখল করুক নারীরা', আর জি কর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে পথে নামার ডাক স্বস্তিকার

তরুণী ডাক্তার মৃত্যুর প্রতিবাদে স্বাধীনতা দিবসের মাঝরাতে পথে নামছেন নারীরা।
Published By: Sandipta BhanjaPosted: 11:13 AM Aug 12, 2024Updated: 11:13 AM Aug 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ স্বাধীনতার ৭৭ বছর পার। বছর ঘুরে আবারও স্বাধীন দেসের জন্মদিন পালন। কিন্তু ভূ-ভারত স্বাধীন হলেও নারীদের সামাজিক অবস্থান কোথায় দাঁড়িয়ে? দেশের বিভিন্ন প্রান্তে নারীদের উপর হওয়া মানসিক, শারীরিক নির্যাতন এবং খুন-ধর্ষণের ঘটনা বারবার সেদিকে আঙুল দেখিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক আর জি কর হাসপাতালে ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি বলেছিলেন, "অত রাতে মেয়েটির একা থাকা ঠিক হয়নি।" আর অধ্যক্ষের এমন মন্তব্য নিয়েই শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। কেন আজও নারীরা সকাল-সন্ধে হোক বা রাত, নির্দ্ধিধায় পথেঘাটে বেরতে পারবে না? রাতে স্বাধীন বিচারণের অধিকার কি শুধু পুরুষের হাতে? প্রশ্ন তুলেছেন সভ্য নাগরিকদের একাংশ। সেই প্রেক্ষিতেই নারীদের রাত দখল করার ডাক স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)।

Advertisement

আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডক্তার খুন-ধর্ষণের ঘটনা আমজনতা থেকে সেলেব সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? প্রথম থেকেই সেই সুরেই সুর মিলিয়ে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী সোজাসাপটা প্রশ্ন ছুঁড়েছিলেন, "একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়।" শুধু তাই নয়, এরসঙ্গে তাঁর সংযোজন ছিল, "এবার মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল, বলে তার দিকে আঙুল তোলা হবে না!" তবে এর মাঝেই অধ্যক্ষের লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য নিয়ে প্রতিবাদে উত্তাল হয় কলকাতা। সেই প্রেক্ষিতেই এবার সমাজে নিজেদের 'হক', অধিকার, স্বাধীনতার অবস্থান বুঝে নিতে স্বাধীনতা দিবসের মাঝরাতে ১৪ আগস্ট প্রতিবাদী মিছিলে শামিল হওয়ার ডাক দিয়েছেন স্বস্তিকা-সহ সেলেবদের একাংশ। শহরের তিনটি স্থানে মাঝরাতে জড়ো হবেন তাঁরা। যাদবপুর, কলেজস্ট্রিট এবং অ্যাকাডেমি। আর জি কর কাণ্ডে বিচার আসুক। লক্ষ্য সেদিকে। অভিনেত্রীর মন্তব্য, "প্রতিবাদের ভাষ্য তৈরি হচ্ছে, পিতৃতন্ত্রের শৃঙ্খল দুমড়ে মুচড়ে ভেঙে বেরিয়ে আসবে সব নিপীড়িত লিঙ্গ পরিচয়ের মানুষ!"

[আরও পড়ুন: ‘শাক দিয়ে মাছ ঢাকা’, আর জি কর কাণ্ডে ধনঞ্জয় প্রসঙ্গ তুলে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ রুদ্রনীলের!]

প্রসঙ্গত, চাপের মুখে পড়ে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সোমবার সকালে পদত্যাগ করার পর সন্দীপ ঘোষ জানিয়েছেন, 'মৃত তরুণী ডাক্তার কেন রাতে একা ছিলেন?', এহেন কোনও মন্তব্য তিনি করেননি। তাঁর দাবি, এসব মন্তব্য তাঁর মুকো বসানো হয়েছে ছাত্রদের উসকানোর জন্য।

[আরও পড়ুন: ‘হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়?’, আর জি কর ইস্যুতে প্রতিবাদী প্রশ্ন স্বস্তিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডক্তার খুন-ধর্ষণের ঘটনা আমজনতা থেকে সেলেব সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে।
  • তরুণী ডাক্তার মৃত্যুর প্রতিবাদে ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের মাঝরাতে পথে নামছেন নারীরা।
  • হরের তিনটি স্থানে মাঝরাতে জড়ো হবেন তাঁরা। যাদবপুর, কলেজস্ট্রিট এবং অ্যাকাডেমি।
Advertisement