shono
Advertisement

Breaking News

কমিশনের নির্দেশে টুপি প্রতীক পেলেন শশীকলা, পন্নিরের বিদ্যুতের খুঁটি

আগামী ১২ এপ্রিল চেন্নাইয়ের আর পি নগরের উপনির্বাচন দুই দলই নতুন প্রতীক নিয়ে লড়তে নামবে৷ The post কমিশনের নির্দেশে টুপি প্রতীক পেলেন শশীকলা, পন্নিরের বিদ্যুতের খুঁটি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM Mar 23, 2017Updated: 11:20 AM Mar 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ললিতার এআইএডিএমকে-র প্রতীক জোড়া পাতাকে নির্বাচন কমিশন ‘ফ্রিজ’ করে দেওয়ায় নতুন প্রতীক নিয়ে আম্মার আসনের উপনির্বাচনে লড়বেন শশীকলা ও পন্নিরসেলভম৷ এআইএডিএমকে-র শাখা দল হিসাবে শশীর নতুন দলের নাম হল ‘এআইএডিএমকে আম্মা’৷ তাঁর দলের প্রতীক টুপি৷

Advertisement

[সরকারি আমলাদের গুটখা-সিগারেট খাওয়ায় নিষেধাজ্ঞা জারি আদিত্যনাথের]

অন্যদিকে পন্নিরসেলভমের দলের নাম ‘এআইএডিএমকে পুরাতচি’৷ পন্নিরের প্রতীক বিদ্যুতের খুঁটি৷ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তাঁর আর কে নগর আসনে উপনির্বাচন হবে৷ এই নির্বাচনে জেলবন্দি শশী এবং শশী-বিরোধী পন্নিরের শিবির লড়বে৷ দুই পক্ষই উপনির্বাচনে লড়ার জন্য এআইএডিএমকে-র নাম ও প্রতীক ব্যবহার করতে চেয়েছিল৷ কিন্তু শশীকলা-পন্নিরের দড়ি টানাটানিতে বিরক্ত হয়ে শেষমেশ বুধবার এআইএডিএমকে-র দলীয় প্রতীক জোড়া পাতাকে ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে বলা হয়, শশী বা পন্নির কেউই জয়া আম্মার দলের নাম ও প্রতীক উপনির্বাচনে ব্যবহার করতে পারবেন না৷ তাঁদের নতুন দল ও প্রতীক ব্যবহার করতে হবে৷

এরপরই বৃহস্পতিবার সকালে পন্নির তাঁর দলের নাম ‘এআইএডিএমকে পুরাতচি’ ও শশী ‘এআইএডিএমকে আম্মা’ বলে নির্বাচন কমিশনকে জানান৷ তাঁদের পছন্দের প্রতীককেও মান্যতা দেয় কমিশন৷ কমিশনের তরফে বলা হয়, শশী তাঁর দলের প্রতীক হিসাবে টুপি ও পন্নির বিদ্যুত্‍ খুঁটি ব্যবহার করতে পারবেন৷ আগামী ১২ এপ্রিল চেন্নাইয়ের আর পি নগরে উপনির্বাচন হবে৷ গত বছর ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আম্মার দুই ঘনিষ্ঠ শশীকলা ও পন্নিরের তীব্র মতানৈক্য হয়৷ এরপর আয় বহির্ভূত সম্পত্তি মামলায় জেল হয় শশীর৷ অন্যদিকে বিধানসভায় আস্থা ভোটেও হেরে যান মুখ্যমন্ত্রীর দাবিদার পন্নির৷

[Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে?]

The post কমিশনের নির্দেশে টুপি প্রতীক পেলেন শশীকলা, পন্নিরের বিদ্যুতের খুঁটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement