shono
Advertisement

Breaking News

Rohit Sharma

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে ভারত, মার্কিন স্টেডিয়ামকে দরাজ সার্টিফিকেট রোহিতের

আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:00 PM May 31, 2024Updated: 01:37 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ অভিযানে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। গোটা দল পাড়ি দিয়েছে আমেরিকায়। তার পরেই অনুশীলন শুরু করেছেন রোহিত শর্মারা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আমেরিকার ক্রিকেট স্টেডিয়ামকে বড়সড় সার্টিফিকেট দিয়ে দিলেন ভারত অধিনায়ক।

Advertisement

ভারতীয় সময়ে আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ( T20 World Cup 2024)। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও এই প্রথমবার আমেরিকায় আয়োজিত হতে চলেছে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। ৯ জুন নিউ ইয়র্কের (New York) নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তানের (IND vs PAK) মহারণ। তবে তার আগে ৫ জুন ভারতের টি-২০ অভিযান শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

[আরও পড়ুন: ২৩০ আসনও পাবে না বিজেপি, নয়া ভবিষ্যদ্বাণী যোগেন্দ্র যাদবের, উচ্ছ্বসিত কংগ্রেস

সেই ম্যাচের আগে আপাতত পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বিরাট-রোহিতরা (Rohit Sharma)। আইসিসির একটি ভিডিওতে ভারত অধিনায়ক বলেন, "আগে এখানে খেলিনি আমরা। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ৫ জুন আমাদের প্রথম ম্যাচের সময় যেরকম আবহাওয়া থাকবে, সেটার সঙ্গে সড়গড় হতে হবে।"

প্রথমবার আমেরিকায় বিশ্বকাপ আয়োজিত হচ্ছে বলেও উচ্ছ্বসিত হিটম্যান। ওই ভিডিওতেই রোহিত বলেন, "স্টেডিয়ামটা খুবই সুন্দর। প্রথম ম্যাচে যখন দর্শকরা মাঠে খেলা দেখতে আসবেন, তখন আরও ভালো লাগবে।" প্রথমবার নিজের দেশের মাঠে বিশ্বকাপ দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকবেন বলেও মনে করছেন রোহিত।

[আরও পড়ুন: পায়ুদ্বারে লুকনো ১ কেজি সোনা! পাচার করতে গিয়ে গ্রেপ্তার কলকাতার বিমানসেবিকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫ জুন ভারতের টি-২০ অভিযান শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
  • আপাতত পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বিরাট-রোহিতরা।
  • প্রথমবার আমেরিকায় বিশ্বকাপ আয়োজিত হচ্ছে বলেও উচ্ছ্বসিত হিটম্যান।
Advertisement