shono
Advertisement
Tathagata Roy on Suvendu Adhikari

'যা বলেছেন ধ্রুব সত্য', 'সব কা সাথ' বাতিল ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত

'সব কা সাথ' বাতিল সংক্রান্ত শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। দলেই কোণঠাসা বিরোধী দলনেতা। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় গেরুয়া শিবির।
Published By: Paramita PaulPosted: 09:24 AM Jul 18, 2024Updated: 01:48 PM Jul 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সব কা সাথ' বাতিল সংক্রান্ত শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। দলেই কোণঠাসা বিরোধী দলনেতা। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বললেন, "বিরোধী দলনেতা যা বলেছেন তা ধ্রুব সত্য। বাকিটা রাজনীতি।"

Advertisement

কী বলেছিলেন শুভেন্দু? তাঁর কথায়, “আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন, সব কা সাথ, সব কা বিকাশ। আর বলব না।” এর পর আবার সুর চড়িয়ে শুভেন্দুর বার্তা, “বলব, হামারি সাথ হাম উনকা সাথ। সব কা সাথ, সব কা বিকাশ। বন্ধ করো।” শেষে সংযোজন, “সংখ্যালঘু মোর্চা তুলে দাও।” কেন তিনি এহেন মন্তব্য করলেন? ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “সংখ্যালঘু ভোট ব্যাংকের দখল নিয়েছে তৃণমূল। মেরুকরণ বুমেরাং হয়েছে বিজেপিতে। তাই বলতে হল সংখ্যালঘু মোর্চা তুলে দাও।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্য ঘিরে দলের অন্দরেই জলঘোলা শুরু হয়। এমন পরিস্থিতিতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত।'

[আরও পড়ুন: পুলিশকে গুলি করে পগার পার, অবশেষে গ্রেপ্তার কুলতলির ‘এল চাপো’ সাদ্দাম]

এক্স হ্যান্ডেলে তথাগত রায় লিখেছেন, "রাজনীতিতে সকলের সাহস থাকে না এতটা সত্যি এতটা জোরে বলার। শুভেন্দু অধিকারী দীর্ঘজীবী হোন।" পরে তিনি আরও লেখেন, "মঞ্চে শুভেন্দু যা বলেছেন, তা ধ্রুব সত্য। বাকিটা রাজনীতি।" এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে আনেন।

 

প্রসঙ্গত, একুশের বিধানসভায় বঙ্গে বিজেপির ভরাডুবির পর থেকে নাম না করে বার বার শুভেন্দুদের নিশানা করেছেন তথাগত। অভিযোগ করেছেন, অর্থ এবং নারীর নেশায় বুদ বিজেপি নেতৃত্ব। এর বিনিময়ে ভোটের টিকিট বিলি হয়েছে। এর মাঝে হঠাৎই তিনি শুভেন্দুর পাশে দাঁড়ানো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে নিকেশ ১২ মাওবাদী, আহত জওয়ান এবং পুলিশকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সব কা সাথ' বাতিল সংক্রান্ত শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি।
  • ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় গেরুয়া শিবির।
  • এমন পরিস্থিতিতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
Advertisement