সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট, ওয়ানডে আসরে ওয়েস্ট ইন্ডিজ আর টি-টোয়েন্টি ফরম্য়াটের ওয়েস্ট ইন্ডিজ যে এক নয়, সেটা সিরিজের শুরুতেই টের পেয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে হেরে আপাতত ০-১ পিছিয়ে হার্দিক পাণ্ডিয়ার টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু হারের চেয়েও দলের ব্যাটিং ব্যর্থতা ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পাশাপাশি ব্যাটিংয়ের সেই রোগ সারাতে মরিয়া হার্দিকরা।
চলতি সফরে ব্যাটিং বারবার মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে ভারতীয় দলের। চেনা ছন্দে পাওয়া যায়নি শুভমান গিল, সূর্যকুমার যাদবদের। ছন্দ হাতড়াচ্ছেন হার্দিক নিজেও। এর মধ্যে আশার আলো অবশ্যই তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেকে ৩৯ রান করেছিলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। উসকে দিয়েছিলেন ভারতের জয়ের স্বপ্ন। তবে সঞ্জু স্যামসন, হার্দিকদের ব্যাটিং ব্যর্থতায় বিফল হয়ে যায় তাঁর যাবতীয় চেষ্টা।
[আরও পড়ুন: পুলিশ সেজে টাকার ব্যাগ ছিনতাই! চলন্ত ট্রেন থেকে ব্যবসায়ীকে ধাক্কা, চাঞ্চল্য রানাঘাট-গেদে শাখায়]
এদিকে, ‘ওয়ার্কলোডে’র কথা মাথায় রেখে দ্বিতীয় ম্যাচে দলে বদল আনতে পারে ভারতীয় দল। ফলে যশস্বী জসওয়াল, উমরান মালিকদের সুযোগ প্রাপ্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যাটিং নিয়ে দুর্ভাবনা থাকলেও বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, কুলদীপ যাদবের পারফরম্যান্স ভরসা জোগাচ্ছে ভারতকে।
তবে এদিন সিরিজে সমতায় ফেরানোর ক্ষেত্রে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এদিন সকালে ৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরে তা বেড়ে হয়েছে ৭১ শতাংশ। ফলে ম্যাচের আকাশ ঘিরে কালো মেঘ গাঢ় হয়েছে।
আজ টিভিতে:
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত
দ্বিতীয় টি-টোয়েন্টি, গায়না
রাত ৮.০০, ডিডি স্পোর্টস