সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। তবে সিরিজের প্রথম ম্যাচেই বিরাটদের জন্য থাকছে ১০ লক্ষ ডলার জেতার সুযোগ। কারণ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। তাঁদের সংগ্রহ ১২১ পয়েন্ট। আর ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাই কোহলিরা যদি প্রথম ম্যাচে অজি বাহিনীকে হারাতে পারে, তাহলে ১ এপ্রিল ২০১৭ পর্যন্ত এক নম্বর আসনেই থাকবেন তাঁরা। আর তাহলেই আইসিসির কাছ থেকে পুরস্কার মূল্য হিসেবে ওই টাকা পাবে ভারত।
(যৌন হেনস্তার কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন কিশোরী, ঝড় প্রতিবাদের)
এর আগে ২০১৫-১৬ মরশুম পর্যন্ত পুরস্কার মূল্য ছিল পাঁচ লক্ষ ডলার। ২০১৬-১৭ মরশুম থেকেই সেটা দ্বিগুণ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যদিও শুধু ভারত নয়, অস্ট্রেলিয়ার কাছেও থাকছে ১ এপ্রিলের আগে শীর্ষস্থানে থেকে এই পুরস্কার জেতার। সেক্ষেত্রে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে হবে স্টিভ স্মিথদের। কিন্তু ঘরের মাঠে দুরন্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়াকে এই ব্যবধানে হারাতে পারবেন স্মিথরা, সেটা এই মুহূর্তে কোনও ক্রীড়া বিশেষজ্ঞও হলফ করে বলতে পারবেন না।
(আইপিএল ১০-এর প্রথম ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি কোহলির বেঙ্গালুরু)
এদিকে, ২৩ ফেব্রুয়ারি প্রথম টেস্টে খেলতে নামার আগে শুক্রবার ইন্ডিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডে। সাতটি ওয়ানডে এবং ১৯টি টি-২০ ম্যাচ খেললেও এখনও অবধি টেস্ট দলের হয়ে অভিষেক হয়নি হার্দিকের। তাই এই ম্যাচটিকেই পাখির চোখ করছেন তিনি। ম্যাচের আগের দিন হার্দিক জানান, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুব ভাল সুযোগ। এই ম্যাচে ভাল খেলতে পারলে নির্বাচকদের নজরে আসা সম্ভব। আমার কাছেও এই সুযোগটা বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে নিজেকে প্রমাণ করেই নিজের জন্য টেস্ট ম্যাচের দরজা খুলতে হবে।’
অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ অনিল কুম্বলের প্রশংসাও ঝরে পড়ে ভারতীয় দলের অলরাউন্ডারের গলায়। হার্দিকের কথায়, ‘বিরাটভাই এবং অনিল স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। কোচ এবং অধিনায়কের সমর্থন পেলে আত্মবিশ্বাস বাড়বেই। দলের সবার কাছ থেকেই আমি কিছু না কিছু শিখতে পেরেছি।’ টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে হার্দিক বলেন, ‘দলের সঙ্গে থেকেও অনেক কিছু শেখা যায়। আমিও শিখছি এবং নিজের খেলাকে উন্নত করার চেষ্টা করছি। অধিনায়ক এবং কোচ যখন মনে করবে আমি তৈরি, তখনই আমি দলে সুযোগ পাব। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেলে আমি খুশিই হব।’
(ছোট্ট জিবার সঙ্গে খেলতে খেলতে শিশু হয়ে উঠলেন বাবা ধোনি)
এদিন হার্দিক আরও জানান, অজিদের থামানোর জন্য আলাদা কোনও পরিকল্পনা তিনি করেননি। পান্ডের কথায়, ‘আমি আলাদা করে কোনও পরিকল্পনা করিনি। ওদের নিয়ে আমরা ভাবতেও চাই না। আমরা কী করতে পারি, সেটা নিয়েই কেবল ভাবছি।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের মধ্য কেবল দু’টি টেস্টের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচ ও প্রথম দু’টি টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই বাকি সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। তাই শুক্রবার মুম্বই ব্রাবোর্ন স্টেডিয়ামে নিজেদের উজাড় করে দেওয়ার জন্য মুখিয়ে আছেন ভারতীয় ‘এ’ দলের খেলোয়াড়রা।
(মুখ্যমন্ত্রী পদে শপথ পালানিস্বামীর, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় ১৫ দিন)
এদিকে, অজি দলের অন্যতম ভরসা ডেভিড ওয়ার্নার জানিয়ে দিলেন, ভারতের মাটিতে স্পিনারদের বিশেষ করে রবীচন্দ্রন অশ্বিনকে সামলানোর জন্য আলাদা পরিকল্পনা করা হয়ে গিয়েছে তাঁর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অশ্বিনের মতো খেলোয়াড়কে আমি শ্রদ্ধা করি। ওকে থামানোটা সহজ নয়। তবে আমার পরিকল্পনা তৈরি। আমাদের দু’জনের লড়াইটা বেশ জমবে বলেই আমার মনে হয়। কারণ আমরা দু’জনেই একে অপরের বিরুদ্ধে সফল হওয়ার জন্য চেষ্টা করব।’
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেই ১০ লক্ষ ডলার পাবেন বিরাটরা appeared first on Sangbad Pratidin.