shono
Advertisement

২০০০ টাকার নোট জাল করার অপরাধে ধৃত দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

কোথায় ঘটল এই ঘটনা? The post ২০০০ টাকার নোট জাল করার অপরাধে ধৃত দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 12:01 PM Feb 10, 2017Updated: 06:31 AM Feb 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার নোট জাল করার অপরাধে দুই ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ৷ কালার প্রিন্টার মারফত নতুন নোট জাল করে কলেজ ক্যাম্পাসে অবাধে ব্যবহার করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়৷ এই কাণ্ডের মাস্টার মাইন্ড বিজয় শর্মা এবং মহতেশম আলি খান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

সেকেন্দ্রাবাদের চেনয় ট্রেড সেন্টার থেকে কালার প্রিন্টার এবং স্ক্যানার কিনে নোট জাল করার কাজ চালাচ্ছিল বিজয় এবং মহতেশম৷ এরপরই প্রায় ৩৫ লক্ষ টাকা আবদুল সামাদ এবং ওয়াজিউদ্দিন খানকে বাজারে চালানোর জন্য দিয়ে দেওয়া হয়৷ আবদুল এবং ওয়াজিউদ্দিন দু’জনই লর্ড ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷

পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রথমে কলেজ ক্যান্টিনকে টার্গেট করে বহু টাকা ছড়িয়েছিল এই দুই ছাত্র৷ এরপর তাদের টার্গেট ছিল শহরের শপিং মলগুলি৷ সেখানেই টাকা ছড়িয়ে দেওয়ার কথা ছিল৷ কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা৷ জেরায় ওয়াজিউদ্দিন জানিয়েছে, এই কাজ করার জন্য তাদের ১০,০০০ টাকার টোপ দেওয়া হয়েছিল৷

The post ২০০০ টাকার নোট জাল করার অপরাধে ধৃত দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement