shono
Advertisement
Google Gemini

অ্যাপলকে টেক্কা দিতে মরিয়া গুগল, ব্যবহারকারীর অভ্যাস মেপে দিনলিপি সাজাবে জেমিনি!

আপাতত আমেরিকায় গুগল এআই প্রো এবং আল্ট্রা গ্রাহকদের জন্য এই সুবিধা চালু হয়েছে। শীঘ্রই ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে এই আপডেট পৌঁছে যাবে।
Published By: Buddhadeb HalderPosted: 07:27 PM Jan 15, 2026Updated: 07:27 PM Jan 15, 2026

কৃত্রিম মেধা বা AI-এর লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল গুগল। জেমিনি এআই মডেলকে আরও সহজ করার লক্ষ্যে এবার তারা নিয়ে এল ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’। এর মাধ্যমে গুগল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পছন্দ অনুযায়ী পরিষেবা দেবে এই চ্যাটবট। শুধু সাধারণ উত্তর দেওয়া নয়। ব্যবহারকারীর দৈনন্দিন রুটিন ও অভ্যাসের অংশ হয়ে উঠতে চলেছে জেমিনি।

Advertisement

সংস্থা সূত্রের খবর, জেমিনির এই নতুন সংস্করণে ব্যবহারকারী নিজের জি-মেল, গুগল ফটোজ, ইউটিউব এবং সার্চ হিস্ট্রির মতো অ্যাকাউন্টগুলো সরাসরি যুক্ত করতে পারবেন। এর ফলে জেমিনি ব্যবহারকারীর গ্যালারিতে থাকা ছবি দেখে পরামর্শ দিতে পারবে। এমনকী ইনবক্সে থাকা হোটেলের বুকিং বা বিমানের টিকিট সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ভ্রমণের সম্পূর্ণ নির্ঘণ্ট বা ‘ইটিনারি’ তৈরি করে দেবে মুহূর্তের মধ্যে। শরীরচর্চার অভ্যেস বা গত দিনের কাজ বিচার করে স্বাস্থ্যের রুটিন বানিয়ে দিতেও সক্ষম এই এআই।

তবে ব্যক্তিগত তথ্যে এআই-এর প্রবেশ নিয়ে অনেকেই আশঙ্কিত। গুগল জানাচ্ছে, ব্যক্তিগত সুরক্ষার দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফিচারটি ডিফল্ট হিসেবে বন্ধ থাকবে। ইউজাররা চাইলে তবেই এটি চালু করা যাবে। কোন অ্যাপের অ্যাক্সেস জেমিনি পাবে, তা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীই।

আপাতত আমেরিকায় গুগল এআই প্রো এবং আল্ট্রা গ্রাহকদের জন্য এই সুবিধা চালু হয়েছে। শীঘ্রই ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে এই আপডেট পৌঁছে যাবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচারের মাধ্যমে গুগল আসলে অ্যাপল-এর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-কে কড়া টক্কর দিতে চাইছে। জেমিনি এখন স্রেফ একটি সার্চ টুল নয়, বরং মানুষের ব্যক্তিগত সহকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দৌড়ে সামিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement