shono
Advertisement

ট্রেনে সফরকালে বাড়িতে চুরি হলে মিলবে ক্ষতিপূরণ, জানিয়ে দিল আইআরসিটিসি

ট্রেন দেরিতে ছাড়লেও মিলবে ক্ষতিপূরণ। The post ট্রেনে সফরকালে বাড়িতে চুরি হলে মিলবে ক্ষতিপূরণ, জানিয়ে দিল আইআরসিটিসি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 PM Nov 25, 2019Updated: 09:11 PM Nov 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে কোনও দামী জিনিস চুরি গিয়েছে? অথচ তা পুনরায় কেনা আপাতত সাধ্যের বাইরে। চিন্তা করবেন না। এবার আপনার চুরি যাওয়া বস্তুর জন্য ক্ষতিপূরণ দেবে খোদ আইআরসিটিসি! বিশ্বাস হচ্ছে না? ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা খোদ আইআরসিটিসিই এ খবর নিশ্চিত করেছে।

Advertisement

কীভাবে এমনটা সম্ভব? আসলে তেজস এক্সপ্রেস যাত্রা শুরুর পর থেকেই যাত্রী সুবিধার্থে একাধিক স্কিম এনেছে। তার মধ্যে একটি হল, এক্সপ্রেস ট্রেনটি দেরি করে ছাড়লে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। অন্যটি, আরও চমকপ্রদ। জানানো হয়েছে, তেজসে সফরকালে যাত্রীদের বাড়ি থেকে কোনও জিনিস চুরি গেলেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

[আরও পড়ুন: বিজেপিকে সমর্থনের পুরস্কার! ৭০ হাজার কোটি টাকার দুর্নীতিতে ক্লিনচিট পেলেন অজিত পওয়ার]

মুম্বই থেকে আমেদাবাদ এবং দিল্লি থেকে লখনউ- এই দুই পথে চলছে আইআরসিটিসি পরিচালিত তেজস। এই এক্সপ্রেসে টিকিট কাটলে বিনামূল্যে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা পেতে পারেন যাত্রীরা। ট্রেন যাত্রার সময় কোনও যাত্রীর বাড়িতে চুরি হলে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে বলে জানিয়েছে আইআরসিটিসি। এছাড়াও জরুরি অবস্থায় যাত্রীকে হাসপাতালে ভরতির জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ক্ষতিপূরণ। লিবার্টি জেনারেল ইন্সিওরেন্স সংস্থা এই ক্ষতিপূরণ দেবে। ইতিমধ্যেই বাড়ি থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন এক যাত্রী। এর জন্য আগে থানায় লিখিত অভিযোগ জানাতে হবে। তারপর যোগাযোগ করতে হবে আইআরসিটিসির সঙ্গে।

এর পাশাপাশি তেজস এক্সপ্রেস দেরিতে ছাড়লেও মিলবে ক্ষতিপূরণ। ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টার বেশি দেরি করলে প্রতি যাত্রীকে ১০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দু’ঘণ্টা বা তার বেশি দেরি করলে ক্ষতিপূরণ হিসেবে ২৫০ টাকা পাবেন যাত্রীরা। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে আইআরসিটিসি জানিয়েছে, গত ১৯ অক্টোবর ট্রেনটি দু’ঘণ্টা দেরিতে ছেড়েছিল। ১৫৮ জন যাত্রীর মধ্যে ৭৪ জন এনিয়ে তাদের কাছে লিখিত অভিযোগ জানান। সেই পরিপ্রেক্ষিতে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়। বাকি ৮৪ জনকেও ভেরিফিকেশনের পর ক্ষতিপূরণ দেওয়া হবে।

[আরও পড়ুন: রাজধানীতে বড়সড় নাশকতার ছক বানচাল, পুলিশের জালে তিন আইএস জঙ্গি]

The post ট্রেনে সফরকালে বাড়িতে চুরি হলে মিলবে ক্ষতিপূরণ, জানিয়ে দিল আইআরসিটিসি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement