shono
Advertisement

আরও বিপাকে কেরলের বিশপ, সন্ন্যাসিনীকে ধর্ষণের পর মাদারকে হুমকির অভিযোগ

চক্রান্তের অভিযোগে পালটা সরব বিশপ৷
Posted: 02:16 PM Sep 12, 2018Updated: 02:16 PM Sep 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় লাগল নতুন রং৷ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিলেন বিশপ ফ্যাঙ্কো মুলাক্কেল৷ পালটা চক্রান্তের অভিযোগে সরব তিনি৷ বিশপের অভিযোগ, জলন্ধরের চার্চ বিরোধী কয়েকজন মানুষ সিস্টারদের কাজে লাগিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের চক্রান্ত করেছেন। তিনি আরও বলেন, কিছু সুবিধাভোগী মানুষ সিস্টারদের সামনে রেখেই এই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন।

Advertisement

[ফের হিন্দুত্বের তাস কংগ্রেসের, ক্ষমতায় এলে ‘রাম-পথ’ তৈরির প্রতিশ্রুতি]

বিশপ ফ্যাঙ্কো মুলাক্কেল বলেন, পুলিশ তাকে একটানা ন’ঘণ্টা ধরে জেরা করেছে। ‘নির্যাতিতা’ ওই সন্ন্যাসিনীর বয়ানও রেকর্ড করেন পুলিশ আধিকারিকরা। কেরল হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে সন্ন্যাসিনীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করার। বিশপ মুলাক্কেলের বিরুদ্ধে ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে একাধিকবার ধর্ষণ ও অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ এনেছেন ওই সন্ন্যাসিনী। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে জেরা করার পর নির্যাতিতা ও বিশপের বক্তব্যে কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। এতেই পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে৷ আধিকারিকরা খতিয়ে দেখছেন বিশপ না নির্যাতিতা, আদতে কার অভিযোগ সত্যি। 

[কীভাবে বুঝবেন মারণ মোমোয় আসক্ত আপনার সন্তান?]

কোচিতে বিশপকে গ্রেপ্তারের দাবিতে পথে নামেন অন্যান্য সন্ন্যাসিনীরা। ধর্ষণের পর এবার নতুন এক অভিযোগ এনেছেন প্রতিবাদীরা৷ তাঁদের দাবি, ‘‘প্রতিবাদে নামার সময়ই তাঁরা জানতেন না কার অভিযোগ সত্যি আর কে মিথ্যে বলছেন৷ আমরা এ বিষয়ে মাদার জেনারেল রেজিনাকে অভিযোগও জানিয়েছে৷ কিন্তু ওই  মাদার বিশপ ফ্যাঙ্কো মুলাক্কেলেরই পাশে রয়েছেন৷ বিশপকে সমর্থন না করলে তিনি পদচ্যুত হতে পারেন বলে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন মাদার জেনারেল রেজিনা। সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেছেন বিশপ ফ্যাঙ্কো মুলাক্কেল৷ ঠিক সেই সময় প্রতিবাদীদের নতুন অভিযোগে অস্বস্তিতে বিশপ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement