সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে সুপারস্টার স্বামী, অন্য দিকে ভরা সংসার তার সঙ্গে আবার পরীক্ষার চাপ। এমন পরিস্থিতি যদি আপনার হত তাহলে কী করে সামলাতেন ভেবে দেখেছেন? অনেকে তো এমন স্থিতির কথা ভাবতেই পারবেন না। কিন্তু একা হাতে এই সব কিছুই সামলাচ্ছেন মোহনা মাইতি। সিরিয়াল পাড়ার জনপ্রিয় মুখ।

দ্বাদশ শ্রেণির ছাত্রী মোহনা। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ধারাবাহিকের প্রোমো। এর মাঝেই শুরু হয়েছে তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা। নায়িকা আবার বিজ্ঞানের ছাত্রী ফলে আরও কঠিন ব্যাপার। এক দিনে নতুন সিরিয়ালে শুটিংয়ের চাপ আবার অন্য দিকে পরীক্ষার চিন্তা। দুই দিক একসঙ্গে সামাল দিচ্ছেন কী ভাবে মোহনা?
সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী বললেন,"হ্যাঁ, দুদিক সামলাতে তো হচ্ছে। পড়াশোনা আর অভিনয় দুটোই আমার জীবনে গুরুত্বপূর্ণ। মেকআপ রুমে বসেই পড়াশোনা করি। সকালে শুটিংয়ে বেরোনোর আগে আর তা ছাড়া শটের ফাঁকে ফাঁকে পড়ার চেষ্টা করি। তাই এই মুহূর্তে আমার হাতে একেবারেই সময় নেই।"
অঙ্ক আর ইংরেজি মোহনার প্রিয় বিষয়। তবে পদার্থ বিজ্ঞান বিষয়টি খুব কঠিন লাগে তাঁর। ভবিষ্যতে অঙ্ক নিয়ে স্নাতক করার ইচ্ছা রয়েছে নায়িকার। উল্লেখ্য, প্রথমবার রুবেলের সঙ্গে জুটিতে দেখা যাবে মোহনাকে। এই নতুন জুটিকে দর্শক কত নম্বর দেয় সেটাই দেখার।