shono
Advertisement
Aratrika-Arya

একসঙ্গে বৃষ্টিতে ভেজা, সমুদ্র দেখা, আরাত্রিকা-আর্যর ভিডিওতে শুধুই ভালোবাসা

'ক্রাইম পার্টনার'কে কী বার্তা অভিনেতার?
Published By: Suparna MajumderPosted: 05:21 PM Dec 14, 2024Updated: 05:21 PM Dec 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মিঠিঝোরা' ধারাবাহিকে রাইয়ের মনে অনির্বাণ। কিন্তু আরাত্রিকার মন কার কাছে? টেলিপাড়ায় কান পাতলেই গুঞ্জন, নিজের মনটি নায়িকা দিয়ে ফেলেছেন টলিপাড়ার আরেক নায়ককে। তিনি আর্য দাশগুপ্ত। যা রটনা তাই কি ঘটনা? উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। তবে আরাত্রিকার জন্মদিনে আর্য যে ভিডিওটি পোস্ট করেছেন তা শুধুই ভালোবাসায় ভরা।

Advertisement

'আমার দেখা সবচেয়ে সুন্দর, দারুণ, পবিত্র নারীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার ক্রাইম পার্টনার। এমনই ভালো থাকো আর জীবনে যেন সমস্ত সাফল্য তুমি পাও। এই পাগলামো চিরকাল বজায় থাক। এই রিলটা পোস্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা তো করতেই হোতো', ক্যাপশনে এই কথা লিখেই ভিডিওটি শেয়ার করেছেন আর্য।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিডিওতে আরাত্রিকা ও আর্যর নানা মুহূর্ত রয়েছে।
  • আর্যর হাত ধরে সমুদ্র দেখতেও গিয়েছিলেন অভিনেত্রী।
Advertisement