সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বড়পর্দায় মুক্তি পেয়েছে আরিয়ান ভৌমিক অভিনীত ছবি 'গৃহস্থ'। তার রেশ কাটতে না কাটতেই আবারও পর্দায় দেখা মিলবে আরিয়ানের। তবে এবার বড়পর্দায় নয়, টেলিভিশনের পর্দায় তার প্রত্যাবর্তন ঘটছে।
সান বাংলা চ্যানেলে শুরু হচ্ছে নতুন মেগা ধারাবাহিক ভিডিও বৌমা। সেই ধারাবাহিকেই নায়ক হয়ে ফিরলেন আরিয়ান। তিতলির পর আরও একবার নায়করূপে ছোটপর্দায় দেখা যাবে আরিয়ানকে। কলকাতার এক ব্লগার আকাশের চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে নায়িকা মাটির ভূমিকায় রয়েছেন রিকিয়া রায়চৌধুরী।
তিতলির পর বেশ কিছুদিন ছোটপর্দায় দেখা মেলেনি আরিয়ানের। বড়পর্দার একাধিক ছবি এবং সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। তবে শোনা যাচ্ছে, সিনেমায় কাজের ঘাটতির কারণেই নাকি আবার টেলিভিশনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যদিও এই মুহূর্তে বড়পর্দার একাধিক কাজ রয়েছে আরিয়ানের হাতে। সদ্য শুরু করেছেন 'কাকাবাবু' সিরিজের নতুন ছবি 'বিজয়নগরের হীরে'র শুটিং। ছবিতে আবারও সন্তু হয়ে ফিরছেন আরিয়ান। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু ছবি। এরই মধ্যে টেলি ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত তাঁকে সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে দেবে বলে মনে করছে তাঁর অনুরাগীরা।
এদিকে আরিয়ানের নতুন কাজের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরিয়ানকে নিয়ে এক ভিডিও বার্তায় প্রসেনজিৎ বলেছেন, "বহু ছবিতে আরিয়ান আমার সঙ্গে কাজ করেছে। ওকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি। ওর ভিডিও বৌমা সিরিয়ালটা আসছে সান বাংলায়। রোজ রাত ৮টায় দেখা যাবে। আমার বিশ্বাস ওর কাজ আপনাদেরও ভালো লাগবে।"