সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাচের দলকে প্রতারণার অভিযোগ উঠেছে কোরিওগ্রাফার রেমো ডি’স্যুজা(Remo D'souza) এবং তাঁর স্ত্রী লিজেলের বিরুদ্ধে। মুম্বইয়ের মীরা রোড থানায় দায়ের হয়েছে অভিযোগ। রেমো-লিজেলের পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আরও পাঁচজনের নাম রয়েছে। এমনই খবর শোনা গিয়েছিল। জালিয়াতির এই অভিযোগ কি শুধুই গুজব? সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের বক্তব্য জানালেন রেমো। স্ত্রীর সঙ্গে যৌথভাবে এই বিবৃতি দিয়েছেন তিনি।
রেমো-লিজেলদের বিরুদ্ধে ১১.৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সূত্রের খবর মানলে, মুম্বইয়ের মীরা রোড থানায় অভিযোগটি দায়ের করেছেন ২৬ বছর বয়সের একজন নৃত্যশিল্পী। তাঁর দাবি, মহারাষ্ট্রের একটি নাচের দল এক টেলিভিশন শোয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাতে জয় পেয়েছিল। এই জয়ের পুরস্কারই ১১.৯৬ কোটি টাকা। কিন্তু অভিযুক্তরা সেই দলকে নিজেদের বলে দাবি করে। পাশাপাশি পুরস্কারের অর্থও চেয়ে নেয়।
অভিযোগ, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘটনা ঘটেছে। রেমো, লিজেল ছাড়া বাকি অভিযুক্তদের নাম, ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি, বিনোদ রাউত, রমেশ গুপ্ত। এক পুলিশকর্মীর নামও নাকি এই তালিকায় রয়েছে।
এই প্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় রেমো-লিজেল লেখেন, 'সংবাদমাধ্যমের খবর থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের বিরুদ্ধে কোনও নাচের দলকে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এমন খবর খুবই হতাশাজনক। সবার কাছে অনুরোধ, সত্যিকারের তথ্য না জেনে গুজব ছড়াবেন না। আমরা যথাসময়ে আমাদের মামলার তথ্য জানাব এবং যতটা সম্ভব কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে যাব, যেমনটা আমরা এখন পর্যন্ত করেছি। আমরা আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদেরও তাঁদের সমর্থনের জন্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাতে চাই।'
উল্লেখ্য, ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে জন্ম হয় রেমো ডি’স্যুজার। বাবা ছিলেন ভারতীয় সেনার শেফ। সেই সুবাদে বায়ুসেনার স্কুলেই রেমোর পড়াশোনা। পড়াশোনার থেকে খেলাধুলোয় বেশি ভাল ছিলেন রেমো। স্কুলজীবনে প্রচুর পুরস্কার পেয়েছেন। ধীরে ধীরে নাচের প্রতিও তাঁর ভালবাসা জন্মায়। নাচের প্রতি প্রেমই তাঁকে মুম্বইয়ে নিয়ে আসে। বলিউডের একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওয় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ক্যামেরার সামনে আসেন রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক হিসেবে।
মিঠুন চক্রবর্তীর অভিনীত বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’র মাধ্যমে পরিচালনায় আসেন রেমো। পরে ‘ফালতু’, ‘এবিসিডি’ সিরিজ, ‘আ ফ্লাইং জট’, সলমন খান অভিনীত ‘রেস থ্রি’, বরুণ ধাওয়ান অভিনীত ‘স্ট্রিট ডান্সার 3D’র মতো সিনেমা পরিচালনা করেন। পরিচালক হিসেবে কখনও সাফল্য পেয়েছেন, কখনও পাননি। তবে সিনেমার মধ্যেও নাচের প্রতি নিজের ভালবাসার কাহিনি বারবার তুলে ধরেছেন রেমো। তা প্রতিফলিত হয়েছে তাঁর ‘ডান্স প্লাস’ রিয়ালিটি শোয়েও।