সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের ছুটির কারণে এই সপ্তাহে বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রকাশিত হল টিআরপি তালিকা। গত তিন মাসের ধারা বজায় রেখে এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে 'পরিণীতা' ধারাবাহিকটি। এবার তাদের প্রাপ্ত নম্বর ৭। আইপিএল চললেও এই সপ্তাহে কিছুটা হলেও বেড়েছে বাংলা সিরিয়ালের টিআরপি। গত সপ্তাহের তুলনায় নম্বর বেড়েছে 'পরিণীতা'রাও।
গত কয়েক সপ্তাহ ধরে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল 'ফুলকি' ধারাবাহিকটি। এই সপ্তাহে তারা আবার দু'নম্বরে উঠে এসেছে। তাদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে 'জগদ্ধাত্রী'। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮। দ্বিতীয় স্থানে 'জগদ্ধাত্রী' অঙ্কিতা ও 'ফুলকি' দিব্যাণীর যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেকথা বলাই বাহুল্য।
তবে টিআরপি তালিকায় এবার সবচেয়ে বড় চমক দিয়েছে নতুন শুরু হওয়া স্টার জলসার 'পরশুরাম' ধারাবাহিকটি। তারা তৃতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৬.৫। তৃণা-ইন্দ্রজিতের রসায়ন যে দর্শকের ভালোই মনে ধরেছে সেকথা এই ফলাফলই বলে দিচ্ছে। চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। তাদের প্রাপ্ত নম্বর ৬.৩। এই সপ্তাহে ধারাবাহিকটি তালিকায় বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে। পঞ্চম স্থান পেয়েছে জি বাংলার আরেক নতুন ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। তাদের প্রাপ্ত নম্বর ৬।
প্রসঙ্গত এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা 'কথা'। ৫.৯ নম্বর নিয়ে তারা ষষ্ঠ স্থানে। তাদের সঙ্গে যুগ্মভাবে একই স্থানে রয়েছে 'গৃহপ্রবেশ' ধারাবাহিকটি। ৫.৭ নম্বর পেয়ে সপ্তমে রয়েছে 'গীতা এলএলবি' ও 'চিরসখা'। ৫.৪ পেয়ে অষ্টমে 'কোন গোপনে মন ভেসেছে'। ৫.১ পেয়ে ন'নম্বরে 'অনুরাগের ছোঁয়া' এবং ৪.৮ পেয়ে দশে 'রোশনাই'। উল্লেখ্য, 'মিত্তির বাড়ি', 'শুভ বিবাহ', 'তুই যে আমার হিরো', 'আনন্দী', 'দুইশালিক', 'তেঁতুলপাতা', 'মিঠি ঝোরা'র মতো জনপ্রিয় ধারাবাহিক এই সপ্তাহে টিআরপি তালিকা থেকে ছিটকে গিয়েছে।