সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর পর থেকেই দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মাঝেই উসকানিমূলক মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদি (Sajid Rashidi)। এবার মন্দির ভেঙে মসজিদ তৈরি হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।
পূর্ব নির্ধারিত সূচি মেনে বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়নি বলে দাবি করলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদি। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলাম বলে একটি মসজিদ সবসময় মসজিদই থাকে। কোনওদিনই এটাকে ভেঙে অন্য কিছু তৈরি করা যায় না। আমরা এটা বিশ্বাস করি যে ওখানে সবসময় মসজিদই থাকবে। মন্দির ভেঙে কোনও মসজিদ আজ পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু, এবার হয়তো মসজিদ তৈরির জন্য মন্দির ভাঙা হবে।’
[আরও পড়ুন: লকডাউনে ধাক্কা খাচ্ছে অর্থনীতি, মেনে নিয়েও রেপো রেট অপরিবর্তিত রাখল RBI]
এই বিতর্কিত মন্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যায় যাওয়া উচিত হয়নি বলেও দাবি করেন সাজিদ রশিদি। হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সুরে অভিযোগ জানিয়ে বলেন, ‘অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নিয়ে সংবিধানকে অমান্য করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে সাংবিধানিক রীতিনীতি ভেঙেছেন তিনি।’
[আরও পড়ুন: ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল চিনারা, স্বীকার করেও ওয়েবসাইট থেকে নথি সরাল প্রতিরক্ষামন্ত্রক]
The post ‘মন্দির ভেঙে এবার তৈরি হবে মসজিদ’, হুঁশিয়ারি ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতির appeared first on Sangbad Pratidin.