shono
Advertisement

ধোনিদের কোচ বাছাইয়ের দায়িত্বে তিন কিংবদন্তি

এই প্যানেলটি ২১ জনের ইন্টারভিউ করবে৷ যদি কাউকেই পছন্দ না হয়, তাহলে জমা পড়া ৫৭ টি আবেদনপত্রই ফের খুঁটিয়ে দেখবেন শচীন, সৌরভরা৷ The post ধোনিদের কোচ বাছাইয়ের দায়িত্বে তিন কিংবদন্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:32 PM Jun 16, 2016Updated: 06:09 PM Jun 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলে রবি শাস্ত্রীর উত্তরসূরি কে হবেন? যদিও শাস্ত্রী টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন৷ তাই বলা ভাল, ডানকান ফ্লেচারের পর স্থায়ীভাবে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের দায়িত্ব কাকে দেওয়া হবে? অনিল কুম্বলে, না রবি শাস্ত্রী, নাকি কোনও বিদেশি? এই নিয়ে বিসিসিআই-এর অন্দরে চলছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা৷ ধোনিদের জন্য সেরা কোচ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হল বোর্ডের উপদেষ্টা কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে৷

Advertisement

এবার কোচ নিয়োগের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন ঘটিয়েছিল বিসিসিআই৷ জানানো হয়েছিল, যোগ্যতা থাকলে যে কেউ এই পদের জন্য আবেদন জানাতে পারেন৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মোট ৫৭ টি আবেদনপত্র জমা পড়েছিল৷ যার মধ্যে থেকে বাছাই করে ২১ জনের নাম আলাদা করা হয়েছে৷ তাঁদের মধ্যে থেকেই সেরা কোচকে বিরাটদের জন্য বেছে নেওয়া হবে৷ এই কঠিন কাজটি করবেন তিন ভারতীয় কিংবদন্তি৷ তাঁদের সঙ্গে প্যানেলে থাকবেন উপদেষ্টা কমিটির চিফ কোঅর্ডিনেটর সঞ্জয় জগদলেও৷ এই প্যানেলটি ২১ জনের ইন্টারভিউ নেবে৷ যদি কাউকেই পছন্দ না হয়, তাহলে জমা পড়া ৫৭ টি আবেদনপত্রই ফের খুঁটিয়ে দেখবেন শচীন, সৌরভরা৷ বাছাই পর্ব শেষে সব দিক বিচার করে পছন্দের নামটি বোর্ড সচিব অজয় শিরকের মাধ্যমে সভাপতি অনুরাগ ঠাকুরকে জানাবেন তাঁরা৷ তারপরই জানা যাবে কে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের পদে আসতে চলেছেন৷
মাস্টার ব্লাস্টার আপাতত ভারতের বাইরে৷ তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের প্যানেলে যোগ দেবেন তিনি৷ ২২ তারিখের মধ্যে নাম চূড়ান্ত করার কথা কমিটির৷ কারণ ২৪ জুনই ধোনিদের নয়া কোচের নাম ঘোষণা করবেন অনুরাগ৷

The post ধোনিদের কোচ বাছাইয়ের দায়িত্বে তিন কিংবদন্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement