সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাশ্মীরে জঙ্গি হামলা। এবার কুলগাম জেলায় টহলরত পুলিশের উপর হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় চার জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মী, এক জঙ্গি ও দুই জন স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত অবস্থায় ধরা পড়েছে আরও এক জঙ্গি।
[মদ্যপ পাত্র, আসরেই বিয়ে ভেঙে দিলেন পাত্রী]
শনিবার রাতে রুটিন মার্চে বেরিয়েছিলেন নিরাপত্তা কর্মীরা। আচমকা গাড়িতে করে এসে হামলা চালায় দুষ্কৃতিরা। এলোপাথারি গুলি ছুড়তে থাকে। পুলিশও প্রত্যুত্তর দেয়। দুই পক্ষের গুলি বিনিময়ে চার জনের মৃত্যু হয়। মৃত জঙ্গির পরিচয় জানা গিয়েছে। ফৈয়জ আহমেদ ওরফে শেঠা নামে ওই জঙ্গি ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ওয়ান্টেড লিস্টে রয়েছে। উধমপুরের সন্ত্রাসবাদী হামলাকারীদের দলে ছিল সে।
ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এস পি বেদ জানিয়েছেন, আরও এক জঙ্গি ছিল আক্রমণকারীদের সঙ্গে। পুলিশ তাঁর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতেও সক্ষম হয়েছিল। কিন্তু ধস্তাধস্তির মধ্যেও নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায় সে। কিন্তু এক জঙ্গিকে আহত অবস্থাতেই ধরে ফেলে পুলিশ। ঘটনার পর থেকেই গোটা এলাকায় জোরদার তল্লাশি চালানো হচ্ছে। বাড়িয়ে দেওয়া হয়েছে এলাকার নিরাপত্তা। আর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই আহত জঙ্গিকে। খুব শিগগিরিই জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।
[পাক সেনার মুখোশ খোলায় সেন্সর নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন]
লাগাতার জঙ্গি হামলায় জেরবার পাকিস্তান। এর মধ্যেই একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। কৃষ্ণঘাটির স্মৃতি এখনও টাটকা দেশবাসীর মনে। যেখানে মানবিকতার সমস্ত সীমা পেরিয়ে বিএসএফ হেড কনস্টেবল প্রেম সাগর ও ভারতীয় সেনার নায়েব সুবেদার পরমজিৎ সিংয়ের মুন্ডচ্ছেদ করে নিয়ে যায় পাক সেনা ও জঙ্গিরা। শনিবার ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। পুঞ্চের বালাকোটে সীমান্ত এলাকায় গুলি চালিয়েছে তারা। তবে উত্তর দিয়েছে ভারতীয় সেনাও।
[মেয়ের প্রাক্তন প্রেমিকের হাতে খুন প্রবাসী ভারতীয় দম্পতি]
The post কাশ্মীরে টহলরত পুলিশের উপর হামলা, ১ লস্কর জঙ্গি-সহ মৃত ৪ appeared first on Sangbad Pratidin.