shono
Advertisement

অমরনাথ যাত্রীদের উপর ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৭

গুরুতর জখম তিন পুলিশকর্মী। The post অমরনাথ যাত্রীদের উপর ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৭ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Jul 10, 2017Updated: 06:07 PM Jul 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও সন্ত্রাসে রক্তাক্ত কাশ্মীর। এবার জঙ্গিদের নিশানায় অমরনাথ যাত্রীরা। সোমবার, উপত্যকায় অনন্তনাগ জেলায় অমরনাথ দর্শন করে ফেরত আসার সময় পূণ্যার্থীদের একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। রাত সাড়ে আটটা নাগাদ ঘটে এই হামলা। পুলিশ সুত্রে খবর, ওই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন তিন পুলিশকর্মী সহ ১২ জন। পুলিশকর্মীরা পূণ্যার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন। এছাড়াও বান্তিগো এলাকায় একটি পুলিশ দলের উপরও হামলা চালায় জঙ্গিরা। জোড়া হামলার জেরে উপত্যকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

Advertisement

These terrorists are the enemies of Kashmir & Kashmiriyat @sardesairajdeep no two ways about that. https://t.co/qwoHkadVIl

— Omar Abdullah (@abdullah_omar) July 10, 2017

টুইট করে ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ বহু বিশিষ্টরা। নিন্দা করেছেন  ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অমরনাথ যাত্রীদের ওপর উগ্রপন্থী হামলার তীব্র নিন্দা করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, ‘বিজেপি শাসনে কাশ্মীরের পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। মোদী সরকারের ভ্রান্ত নীতির ফলে পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে, তা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই উগ্রপন্থী হামলার তীব্র নিন্দা করছি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এর আগে কেন্দ্রীয় গোয়েন্দারা অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার আশঙ্কা করেছিলেন। এবার সেই আশঙ্কাই সত্যি হল। এদিকে, সোমবারই উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলা থেকে সন্দীপ শর্মা নামে এক লস্কর-এ-তৈবা জঙ্গিকে আটক করল জম্মু-কাশ্মীর পুলিশ। সন্দীপ নামে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি গ্রামগুলিতে এটিএম লুঠ এবং সন্ত্রাসমূলক কাজে লস্কর জঙ্গিদের মদত দিত বলে জানা গিয়েছে। সন্দীপ ওরফে আদিল দু’টি পরিচয় নিয়ে জম্মু-কাশ্মীরে থাকত। এমনটাই জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির গ্রেপ্তারি প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ‘সন্দীপ নামে যুবককে লস্কর জঙ্গিদের সঙ্গে যোগসাজস রাখার অপরাধে জম্মু-কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করেছে। প্রথমে ছোটখাট অপরাধ করলেও পরে লস্করে যোগ দেয় সে। ২০১২ সাল থেকে কাশ্মীরে থাকত সে। এমনকী যে বাড়িতে কুখ্যাত লস্কর জঙ্গি বসির লস্কর আশ্রয় নিয়েছিল সেখানেই থাকত সন্দীপ।’

তদন্তে নেমে সন্দীপ সম্পর্কে আরও ভয়ানক তথ্য এসেছে গোয়েন্দাদের কাছে। তাঁরা জানতে পেরেছেন, সন্দীপ ও তার সাঙ্গপাঙ্গরা জঙ্গিদের আশ্রয় দেওয়া, তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। শুধু তাই নয়, জঙ্গি কার্যকলাপেও অংশ নিত তারা। আর কারা কারা সন্দীপের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের খোঁজে তদন্ত করছে পুলিশ।

[সেনার ‘মানবঢাল’ ফারুককে ক্ষতিপূরণের নির্দেশ মানবাধিকার কমিশনের]

The post অমরনাথ যাত্রীদের উপর ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৭ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার