সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের পুলিশ প্রধান আগেই জানিয়েছিলেন। আর এবার কেরল সফর চলাকালীন প্রধানমন্ত্রীর ওপর হামলার আশঙ্কার কথা স্বীকার করে নিলেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেরলে প্রধানমন্ত্রীর ওপর হামলার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন গোয়েন্দারা। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই রিপোর্ট প্রকাশ করেনি সরকার।
[বৃত্ত পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’ ফিরে যেতে পারে টাটাদের হাতেই]
গত সোমবার থেকে কোচিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা। শনিবার সেই মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে কেরলের রাজধানীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোচির পালারিভাত্তম স্টেশনে ফিতে কেটে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও উপস্থিত ছিলেন। মঙ্গলবার কেরল পুলিশের ডিজি টিপি সেনকুমার জানিয়েছিলেন, কোচিতে প্রধানমন্ত্রীর সফরের দিনই বড়সড় হামলার আশঙ্কা ছিল। সেদিন কোচি জঙ্গিদের একটি সংগঠন সক্রিয় ছিল। যদিও এবিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি কেরল পুলিশের ডিজি। এদিন সেই একই কথা শোনা গেল খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গলায়। তিনি বলেন, ‘এটা সত্যি, আমাদের কাছে রিপোর্ট ছিল। কিন্তু সরকারের পক্ষে এর থেকে বেশি কিছু জানানো সম্ভব নয়।’
[রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি পদপ্রার্থী, প্রথম কে আঁচ করেছিলেন জানেন?]
গত শুক্রবার শহরের এর্নাকুলাম এলাকায় মোদির কনভয় যাওয়ার রাস্তাতেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। কোচিতে এলপিজি প্লান্ট তৈরির প্রতিবাদে এই বিক্ষোভ হয়েছিল। পরে অবশ্য জোর করেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশের দাবি, কোচি শহরে প্রধানমন্ত্রীর জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, তাতে বিঘ্ন ঘটাতেই পরিকল্পনামাফিক এই বিক্ষোভ দেখানো হয়েছিল।
[মোদির সঙ্গে যোগাসন করতে গিয়ে হাসপাতালে ২২ পড়ুয়া]