সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবা জঙ্গিদের হামলায় আট সিআরপিএফ জওয়ানের নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা৷ এক হিজবুল জঙ্গির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল কাশ্মীরে৷ বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হামলায় অস্বস্তি বাড়ল প্রশাসনের৷
শ্রীনগর থেকে ১৭ কিলোমিটার দূরে বাদগাঁও জেলার চান্দুরা তহসিলের পানজান এলাকায় বিজেপি নেতা গুলাম মহম্মদ চোপানের বাড়িতে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ চড়াও হয় ছ’জন জঙ্গি৷ পুলিশের দাবি, হামলাকারীরা হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত৷ তারা চোপানের দেহরক্ষী বশির আহমেদকে মারধর করে তাঁর কাছ থেকে একে ৫৬ রাইফেলটি কেড়ে নিয়ে গা ঢাকা দেয়৷ সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ৷
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় কূপওয়ারায় লোলপোরার জঙ্গলে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিতে এক অজ্ঞাতপরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, রাজ্য পুলিশের জঙ্গি দমন অভিযানে সামির ওয়ানি নামে এক হিজবুল জঙ্গি নিহত হলে অশান্তি ছড়িয়ে পড়ে কুপওয়ারা জেলার নাগরি ও দুরু গ্রামে৷ পুলিশ জানিয়েছে, নাগরি গ্রামে এক জায়গায় জঙ্গি লুকিয়ে আছে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী৷ লুকিয়ে থাকা ওই জঙ্গি একটি বাড়ি থেকে গুলিবৃষ্টি শুরু করলে পাল্টা জবাব দেয় সেনা ও পুলিশ৷ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর নিহত হয় ওই জঙ্গি৷ খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে পুলিশ ও প্রশাসনের মুণ্ডপাত করে মিছিল ও স্লোগান শুরু হয়৷ পুলিশের গাড়ি জ্বালিয়ে ও ইট-পাটকেল ছুড়ে প্রতিবাদ জানায় জনতা৷ তারা আজাদ কাশ্মীর ও পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়৷