সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে মোদি সরকার 'কঠোর মনোভাব' দেখানোর পরেও কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি উপদ্রব কমেনি, বরং বেড়েই চলেছে। বুধবার কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১ জঙ্গি ও ১ জওয়ানের। এই অবস্থায় বিরোধীদের প্রশ্নের মুখে বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের হুঁশিয়ারি, কাশ্মীরে সক্রিয় জঙ্গিদের হয় 'জাহান্নামে' ঠাঁই হবে।
নিত্যানন্দ দাবি করেন, জঙ্গি দমনে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে মোদি সরকার। বুধবার ভূস্বর্গে জঙ্গি কার্যকলাপ নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। সাম্প্রতিক একের পর এক জঙ্গি হামলায় উপত্যকায় প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। পালটা রাই জানান, গত কয়েক দিনে ২৮ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর ৯০০ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।
[আরও পড়ুন: বাণিজ্যে বৃদ্ধি, বাজেটের ‘নয়া দিশা’য় খুশি শিল্পমহল]
রাই বলেন, "সন্ত্রাসবাদের প্রতি মোদি সরকারের জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমরা সন্ত্রাস বন্ধ করবই। জঙ্গিরা হয় জেলে না হয় জাহান্নামে যাবে... আমি হাউসকে আশ্বস্ত করতে চাই।" রাইয়ের দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর জঙ্গি হামলার ঘটনা ৬৭ শতাংশ কমেছে। শহিদ সেনার সংখ্যা আগের চেয়ে অনেকটা কম। জম্মু ও কাশ্মীরের মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন।
[আরও পড়ুন: ফের রক্তাক্ত উপত্যকা, জোড়া গুলির লড়াইয়ে খতম ১ জঙ্গি, শহিদ ১ জওয়ান]
যদিও গত কয়েক মাসে লাগাতার জঙ্গি হামলার সাক্ষী হয়েছে কাশ্মীর। ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে (J&K) দুটি এনকাউন্টারের ঘটনায় এখনও পর্যন্ত একজন জঙ্গি নিকেশ হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। আহত হয়েছেন একজন। কুপওয়ারায় এখনও অভিযান চলছে বলে জানা গিয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৩২ মাসে শহিদ হয়েছেন ৪৯ জওয়ান। অন্য দিকে মানবাধিকার কর্মীদের বক্তব্য, জঙ্গি নিকেশ কখনই শান্তি প্রক্রিয়ায় সাফল্য হতে পারে না।