shono
Advertisement

কোন ইতালিকে হারাল ভারতের খুদেরা! উঠছে প্রশ্ন

ফেডারেশনর ভূমিকা নিয়েও অনেকে সরব হয়েছেন। The post কোন ইতালিকে হারাল ভারতের খুদেরা! উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:12 AM May 21, 2017Updated: 04:42 AM May 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের দৈত্যকায় ইতালিকে হারানোর পর ভারতের খুদেদের সাফল্যে যখন উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ, তখনই প্রশ্ন উঠতে শুরু করল, কোন ইতালিকে হারাল ভারতের অনূর্ধ্ব-১৭ দল? শনিবার থেকেই একটি ওয়েবসাইটে দেখানো হয়েছে, ইতালির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে যারা খেলেছে তারা আদৌ আসন্ন ভারতে আসা বিশ্বকাপ স্কোয়াডে নেই৷ উল্টে যারা খেলেছে তারা ইতালির দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন ক্লাবের সদস্য৷ তার চেয়েও বড় কথা, ইতালি যুব দলের কোচ হলেন এমিলিয়ানো বিজিকা৷ কিন্তু শুক্রবার যে দলটি ভারতের বিরু‌দ্ধে খেলেছে সেই দলকে কোচিং করিয়েছেন ডেনিলি অ্যারিগোনি৷ তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ইতালির কোন দলকে হারানোর জন্য উচ্ছ্বাসের সাগরে ভাসছে গোটা দেশ? ব্যান্ডেলের ছেলে অভিজিত্‍ সরকার ও রাহুল প্রবীণের দেওয়া দু’গোলে ভারতের জয় তাই হল এক বালতি দুধে এক ফোঁটা চোনা৷

Advertisement

[১৬ বছর জেলে কাটিয়ে মুক্তি পেলেন ‘নির্দোষ’ জম্মু-কাশ্মীরের যুবক]

অথচ শনিবার সকাল থেকেই সারা দেশ শুভেচ্ছার সাগরে ভাসিয়ে দিয়েছিল ভারতের খুদে ফুটবলারদের৷ জেজে, গুরপ্রীতদের মতো সিনিয়র ফুটবলার থেকে শুরু করে সিনিয়র দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, সহকারী কোচ অভিষেক যাদবরা শুভেচ্ছা জানিয়ে ছিলেন ছোটদের৷ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল, ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল-সহ অন্য ব্যক্তিত্বরাও৷ বাদ যায়নি অন্যান্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়াবিদরাও৷ মহম্মদ কাইফ থেকে শুরু করে বীরেন্দ্র শেহবাগ–সকলেই খুদেদের এই সাফল্যকে তুলে ধরেছেন সকলের সামনে৷ পিছিয়ে থাকেনি বলিউডও৷ অভিনেতা অভিষেক বচ্চন টুইট করে জানিয়ে দিয়েছেন, খুদেদের এই সাফল্য তাঁকে নাড়া দিয়ে গিয়েছে৷ এছাড়া শুভেচ্ছা আসে এএফসির তরফ থেকেও৷

[ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ]

কিন্তু এখন প্রশ্ন হল, ভারতীয় ফুটবল ফেডারেশন কি তা হলে কোটি কোটি ফুটবলপ্রেমীকে বিপথে চালিত করল? না কি নিজেদের সাফল্যকে তুলে ধরতে গিয়ে মিথ্যাচারের আশ্রয় নিল? আসলে কোনওটাই নয়৷ ফেডারেশন সূত্রের খবরের ভিত্তিতে কাউকেই আসামীর কাঠগড়ায় তুলে ধরা যাবে না৷ কেন? নিয়ম হল, দুই দেশের মধ্যে যখন খেলা হয় তখন ফিফার টিআর ফর্ম পূরণ করতে হয় দু’দেশের ফেডারেশনকে৷ সিনিয়র জাতীয় দলের খেলা হলে ফিফা টিআর ওয়ান ফর্ম পূরণ করতে হয়৷ কিন্তু বয়সভিত্তিক দলের খেলা হলে, ফিফার টিআর টু ফর্ম পূরণ করা তখন বাধ্যতামূলক৷ কিন্তু কোনও দেশে গিয়ে ক্লাবের সঙ্গে খেললে এসবের প্রশ্ন নেই৷

[নিজস্ব পৃথক ‘এয়ার ফোর্স’ চায় সেনাবাহিনী]

পর্তুগাল সফর শেষ করে ভারত ইতালিতে খেলতে আসবে, তা আগেই ঠিক ছিল৷ ফিফার টিআর টু ফর্ম পূরণ করে ইতালির জাতীয় দলের সঙ্গে খেলবে বলে জানিয়েছিল ফেডারেশন৷ সেই ফর্মে স্বাক্ষর করেছিল ইতালিও৷ সুতরাং ভারত ও ইতালির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের শুক্রবার পরস্পরের মুখোমুখি হওয়ার কথা৷ সেই চুক্তির ভিত্তিতে খেলাও হয়৷ কিন্তু ইতালির জাতীয় দলের ক’জন ফুটবলার সেই দলের হয়ে খেলছেন তা ভারতের জানা সম্ভব নয়৷ ফেডারেশনের মিডিয়া ম্যানেজার নীলাঞ্জন গুহ এই প্রসঙ্গে বলছিলেন, “আমরা ফিফার নিয়ম-কানুন মেনেই এগিয়েছি৷ সুতরাং কী করে আমরা বুঝব, কোন দলকে খেলাচ্ছে ইতালি? শুধু ফিফার ফর্ম পূরণ করেই আমরা বসে থাকিনি, যথারীতি এশিয়ান ফুটবল কনফেডারেশনেরও অনুমতি নিয়েছি৷ আমাদের উদ্দেশ্য ছিল ইতালির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের বিরু‌দ্ধে খেলা৷ তাই পর্তুগালে আমরা ক্লাব দলগুলির সঙ্গে খেললেও ইতালিতে কঠিন প্রতিপক্ষ মোকাবিলা করাই ছিল আমাদের ভাবনায়৷ তাই আমাদের দোষটা কোথায়?”

[মোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বর্য, তারপর…]

The post কোন ইতালিকে হারাল ভারতের খুদেরা! উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement