shono
Advertisement

Breaking News

কোন ইতালিকে হারাল ভারতের খুদেরা! উঠছে প্রশ্ন

ফেডারেশনর ভূমিকা নিয়েও অনেকে সরব হয়েছেন। The post কোন ইতালিকে হারাল ভারতের খুদেরা! উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:12 AM May 21, 2017Updated: 04:42 AM May 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের দৈত্যকায় ইতালিকে হারানোর পর ভারতের খুদেদের সাফল্যে যখন উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ, তখনই প্রশ্ন উঠতে শুরু করল, কোন ইতালিকে হারাল ভারতের অনূর্ধ্ব-১৭ দল? শনিবার থেকেই একটি ওয়েবসাইটে দেখানো হয়েছে, ইতালির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে যারা খেলেছে তারা আদৌ আসন্ন ভারতে আসা বিশ্বকাপ স্কোয়াডে নেই৷ উল্টে যারা খেলেছে তারা ইতালির দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন ক্লাবের সদস্য৷ তার চেয়েও বড় কথা, ইতালি যুব দলের কোচ হলেন এমিলিয়ানো বিজিকা৷ কিন্তু শুক্রবার যে দলটি ভারতের বিরু‌দ্ধে খেলেছে সেই দলকে কোচিং করিয়েছেন ডেনিলি অ্যারিগোনি৷ তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ইতালির কোন দলকে হারানোর জন্য উচ্ছ্বাসের সাগরে ভাসছে গোটা দেশ? ব্যান্ডেলের ছেলে অভিজিত্‍ সরকার ও রাহুল প্রবীণের দেওয়া দু’গোলে ভারতের জয় তাই হল এক বালতি দুধে এক ফোঁটা চোনা৷

Advertisement

[১৬ বছর জেলে কাটিয়ে মুক্তি পেলেন ‘নির্দোষ’ জম্মু-কাশ্মীরের যুবক]

অথচ শনিবার সকাল থেকেই সারা দেশ শুভেচ্ছার সাগরে ভাসিয়ে দিয়েছিল ভারতের খুদে ফুটবলারদের৷ জেজে, গুরপ্রীতদের মতো সিনিয়র ফুটবলার থেকে শুরু করে সিনিয়র দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, সহকারী কোচ অভিষেক যাদবরা শুভেচ্ছা জানিয়ে ছিলেন ছোটদের৷ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল, ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল-সহ অন্য ব্যক্তিত্বরাও৷ বাদ যায়নি অন্যান্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়াবিদরাও৷ মহম্মদ কাইফ থেকে শুরু করে বীরেন্দ্র শেহবাগ–সকলেই খুদেদের এই সাফল্যকে তুলে ধরেছেন সকলের সামনে৷ পিছিয়ে থাকেনি বলিউডও৷ অভিনেতা অভিষেক বচ্চন টুইট করে জানিয়ে দিয়েছেন, খুদেদের এই সাফল্য তাঁকে নাড়া দিয়ে গিয়েছে৷ এছাড়া শুভেচ্ছা আসে এএফসির তরফ থেকেও৷

[ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ]

কিন্তু এখন প্রশ্ন হল, ভারতীয় ফুটবল ফেডারেশন কি তা হলে কোটি কোটি ফুটবলপ্রেমীকে বিপথে চালিত করল? না কি নিজেদের সাফল্যকে তুলে ধরতে গিয়ে মিথ্যাচারের আশ্রয় নিল? আসলে কোনওটাই নয়৷ ফেডারেশন সূত্রের খবরের ভিত্তিতে কাউকেই আসামীর কাঠগড়ায় তুলে ধরা যাবে না৷ কেন? নিয়ম হল, দুই দেশের মধ্যে যখন খেলা হয় তখন ফিফার টিআর ফর্ম পূরণ করতে হয় দু’দেশের ফেডারেশনকে৷ সিনিয়র জাতীয় দলের খেলা হলে ফিফা টিআর ওয়ান ফর্ম পূরণ করতে হয়৷ কিন্তু বয়সভিত্তিক দলের খেলা হলে, ফিফার টিআর টু ফর্ম পূরণ করা তখন বাধ্যতামূলক৷ কিন্তু কোনও দেশে গিয়ে ক্লাবের সঙ্গে খেললে এসবের প্রশ্ন নেই৷

[নিজস্ব পৃথক ‘এয়ার ফোর্স’ চায় সেনাবাহিনী]

পর্তুগাল সফর শেষ করে ভারত ইতালিতে খেলতে আসবে, তা আগেই ঠিক ছিল৷ ফিফার টিআর টু ফর্ম পূরণ করে ইতালির জাতীয় দলের সঙ্গে খেলবে বলে জানিয়েছিল ফেডারেশন৷ সেই ফর্মে স্বাক্ষর করেছিল ইতালিও৷ সুতরাং ভারত ও ইতালির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের শুক্রবার পরস্পরের মুখোমুখি হওয়ার কথা৷ সেই চুক্তির ভিত্তিতে খেলাও হয়৷ কিন্তু ইতালির জাতীয় দলের ক’জন ফুটবলার সেই দলের হয়ে খেলছেন তা ভারতের জানা সম্ভব নয়৷ ফেডারেশনের মিডিয়া ম্যানেজার নীলাঞ্জন গুহ এই প্রসঙ্গে বলছিলেন, “আমরা ফিফার নিয়ম-কানুন মেনেই এগিয়েছি৷ সুতরাং কী করে আমরা বুঝব, কোন দলকে খেলাচ্ছে ইতালি? শুধু ফিফার ফর্ম পূরণ করেই আমরা বসে থাকিনি, যথারীতি এশিয়ান ফুটবল কনফেডারেশনেরও অনুমতি নিয়েছি৷ আমাদের উদ্দেশ্য ছিল ইতালির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের বিরু‌দ্ধে খেলা৷ তাই পর্তুগালে আমরা ক্লাব দলগুলির সঙ্গে খেললেও ইতালিতে কঠিন প্রতিপক্ষ মোকাবিলা করাই ছিল আমাদের ভাবনায়৷ তাই আমাদের দোষটা কোথায়?”

[মোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বর্য, তারপর…]

The post কোন ইতালিকে হারাল ভারতের খুদেরা! উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement