shono
Advertisement

টিন্ডার ছাড়ুন, এবার ব্যবহার করুন এই ডেটিং অ্যাপগুলি

মুহূর্তে বদলে যেতে পারে আপনার জীবন৷ The post টিন্ডার ছাড়ুন, এবার ব্যবহার করুন এই ডেটিং অ্যাপগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Oct 19, 2018Updated: 09:50 PM Oct 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলেও, জীবনে বাড়তি রোমাঞ্চ অনেকেই খোঁজেন৷ সেই কারণেই প্রসিদ্ধ হয়েছে টিন্ডার, বাম্বলের মতো ডেটিং অ্যাপগুলি৷ যুব সমাজ থেকে শুরু করে মধ্যবয়স্কদের অনেকেই এই অ্যাপগুলিকে গ্রহণ করেছেন৷ এই অ্যাপের সাহায্যে পছন্দের সঙ্গী খুঁজে নেওয়াই কেবল উদ্দেশ্য নয়, পাশাপাশি একঘেয়ে জীবনে রহস্য-রোমাঞ্চ যোগ করার জন্যও অনেকে এইগুলির ব্যবহার করছেন৷ তবে আমাদের হয়ত জানা নেই, টিন্ডার, বাম্বলে ছাড়াও এমন একাধিক অ্যাপ রয়েছে যেখানেও নিজের পছন্দের মানুষের খোঁজ পেতে পারেন আপনি৷

Advertisement

[পেশাগত কারণে বেড়ে যাচ্ছে ডিভোর্সের প্রবণতা!]

Dig: এই অ্যাপটি সাধারণত ব্যবহার করে কুকুর প্রেমীরা৷ দুটি মানুষ যাঁরা কুকুরকে অসম্ভব ভালবাসের তাঁদের কাছাকাছি আনতে সাহায্য করে এই অ্যাপটি৷ এই অ্যাপের মাধ্যমেই একজন মানুষ খুঁজে নিতে পারেন অন্য সঙ্গী বা সঙ্গিনীকে৷ তাঁরও কুকুরের প্রতি ঝোঁক থাকবে৷ জানা গিয়েছে, প্রত্যেকের পছন্দ-অপছন্দ বিচার করে প্রত্যেকদিন পাঁচটা করে সঙ্গী বা সঙ্গিনীর সন্ধান দেয় অ্যাপটি৷ তার মধ্যে কারও কাছে কুকুর থাকতেও পারে৷ আবার, কারও কাছে নাও থাকতে পারে৷ কিন্তু কুকুরের প্রতি ভালবাসা থাকা আবশ্যক৷

E-harmony: একটা সময় আসে যখন অনেকেই বিয়ের জন্য বা একটা প্রেম করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন৷ সারাক্ষণ মাথায় প্রিয়জনকে পাওয়ার ইচ্ছা ঘুরপাক খায়৷ কিন্তু কোনওভাবেই সুযোগ হয়ে ওঠে না৷ E-harmony তাঁদের জন্য আদর্শ একটি ডেটিং অ্যাপ৷ অন্যান্য অনেক ডেটিং অ্যাপের মতো কেবল চাহিদা পূরণের ব্যবস্থাই করে না এই অ্যাপটি৷ পাশাপাশি, সম্পর্কের চূড়ান্ত পরিণতি অর্থাৎ শুভ পরিণয়ের ব্যবস্থাও করে দেয়৷

[এই উপায়েই মিটতে পারে আপনার সিঙ্গেল লাইফের শারীরিক চাহিদা]

Wingman: লক্ষ্য করবেন, অনেকক্ষেত্রে আপনাকে বেশি ভাল করে চেনেন আপনার প্রিয় বন্ধু বা বান্ধবি৷ আপনার ভাল লাগা, খারাপ লাগা, পছন্দ-অপছন্দ সবকিছু তাঁদের নখদর্পণে থাকে৷ এই অ্যাপের সাহায্যে নিজের প্রিয় বন্ধুকেই আপনি জীবন সঙ্গী করে তুলতে পারেন৷

Zoosk: অনেকেই থাকেন, ‘পেটে খিদে মুখে লাজ’ স্বভাবের৷ অর্থাৎ কাউকে পছন্দ হলেও তাঁরা নিজের মুখে তা বলতে পারেন না৷ অথবা প্রেমের কথা জাহির করতে পারেন না৷ এই অ্যাপের মাধ্যমে সেই কাজটি সহজেই আপনি করতে পারেন৷ জানা গিয়েছে, এখানে কিছু মেসেজ আগে থেকেই তৈরি করা থাকে, প্রথম আলাপের ক্ষেত্রে যা আপনি ব্যবহার করতে পারেন৷ সেই মেসেজের মাধ্যমেই নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন শাই বা লাজুক প্রকৃতির মানুষের৷

The post টিন্ডার ছাড়ুন, এবার ব্যবহার করুন এই ডেটিং অ্যাপগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement