সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে যাঁরা একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন, এখন তাঁদের অধিকাংশের গলায় অন্য সুর। ভুল বুঝতে ফের ‘দিদি’র স্নেহতলে ফিরতে চাইছেন তাঁরা। এবিষয়ে মুখলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। সাফ জানালেন, আগামী ৬ মাস দলে এন্ট্রি পাবেন না কেউ।
একুশের বিধানসভা নির্বাচনে বহু পুরনো সৈনিককে টিকিট দেয়নি তৃণমূল (TMC)। বরং একাধিক নতুন মুখেই ভরসা রেখেছিল দল। যার ফলে প্রকাশ্যে চলে এসেছিল অন্তর্কলহ। বহু সক্রিয় তথা প্রথম সারির নেতা-কর্মী ফুল বদলে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে তাঁদের মধ্যে অধিকাংশই টিকিট বদলেও সুবিধা করতে পারেননি। বিজেপিও ভোটে লড়ার সুযোগ দেয়নি তাঁদের। এরপর তৃণমূল বিপুল ভোটে জয় লাভ করার পর অনেকেই তাঁদের ভুল বুঝেছেন। ইতিমধ্যেই সোনালী গুহ, অমল আচার্যর মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সান্নিধ্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। কিন্তু তৃণমূলের তরফে সেভাবে কিছু জানানো হয়নি এবিষয়ে। ফলে দলত্যাগীরা ফের দলে ফিরতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিলই।
[আরও পড়ুন: এবার দলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতির]
রবিবার এবিষয়ে সৌগত রায় বললেন, “আমাকে অনেকেই রোজ ফোন করছেন। কিন্তু দলবদলুদের এখনই ঘরে ফেরানো উচিত নয় বলেই আমার মনে হয়। এতে যারা দলের জন্য লড়ে গিয়েছেন তাঁদের মনোবল ভেঙে যাবে।” সৌগত রায় বলেছেন, দলত্যাগীদের ৬ মাস মনিটরিং করা উচিত। তারপর সিদ্ধান্ত নিতে হবে। এদিনও বিজেপিকে তুলোধোনা করেছেন তৃণমূল সাংসদ।