shono
Advertisement

Breaking News

কোহলির পাশেই রয়েছে গোটা দল, জানালেন পূজারা

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে একথা জানালেন ভারতীয় ব্যাটসম্যান। The post কোহলির পাশেই রয়েছে গোটা দল, জানালেন পূজারা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Mar 23, 2017Updated: 05:21 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরুর দিন থেকেই ভারত অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা শুরু করেছিল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলি। তাতে পরবর্তী সময়ে বেশ কয়েকজন প্রাক্তন অজি ক্রিকেটারও অংশ নিয়েছিলেন। ব্যবহার করা হয়েছিল বেশ কিছু বাছা বাছা বিশেষণও। তবে এর মধ্যেই অজি মিডিয়ার করা সবচেয়ে আক্রমণাত্মক মন্তব্য ছিল বিরাটের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করা। রাঁচি টেস্টের পরই একটি অজি সংবাদপত্র বিরাটকে ক্রিকেট দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প আখ্যা দিয়েছিল। কিন্তু সেটা যে ভারতীয় দলের খেলোয়াড়রা ভালভাবে নেননি, সেটা আরও একবার পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন চেতেশ্বর পূজারা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি গোটা দল যে অধিনায়কের পাশেই রয়েছে সেটা জানাতেও ভোলেননি পূজারা।

Advertisement

[১২ বছরেই পিতৃত্ব! দেশের কনিষ্ঠতম বাবা হচ্ছে কোচির কিশোর?]

আগামী শনিবার থেকে ধরমশালায় শুরু হচ্ছে চতুর্থ তথা শেষ টেস্ট। সিরিজে দুই দলই এখনও অবধি একটি করে ম্যাচ জিতে রয়েছে। অর্থাৎ এই ম্যাচটির ওপরই সিরিজের ভাগ্যও ঝুলে রয়েছে। তার আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অজি মিডিয়ার এই ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি জানান, এই ধরনের ঘটনা টিম ইন্ডিয়ার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারবে না। তিনি বলেন, ‘বিরাট সম্পর্কে এই ধরণের মন্তব্য কখনই সমর্থনযোগ্য নয়। আমরা সবসময় অধিনায়কের পাশে রয়েছি। ক্রিকেটের জন্য বিরাট অন্যতম সেরা একজন অ্যাম্বাস্যাডর।’ এর সঙ্গেই পূজারা যোগ করেন, ‘মনে হয় আমাদের মনোসংযোগটা অন্যদিকে দেওয়া হয়ে যাচ্ছে, যেটা কখনই কাম্য নয়। আমাদের উচিত ক্রিকেটের দিকেই মনসংযোগ করা। ধরমশালা টেস্ট বাদে আমরা অন্য কিছু নিয়ে আর ভাবছি না। বিরাট একজন দুর্দান্ত নেতা। তাই গোটা দল ওর পাশে রয়েছে।’

[চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি]

সিরিজ শুরু হওয়ার আগে থেকেই অজি মিডিয়া বিরাটকে নিয়ে লেখালেখি শুরু করেছিল। কিন্তু সেটাই মাত্রা ছাড়ায় বেঙ্গালুরু টেস্টের পর। যখন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের ডিআরএস নেওয়ার সময় ড্রেসিংরুমে তাকানোর জন্য মুখ খুলেছিলেন বিরাট কোহলি। তারপর থেকেই বিরাটকে লক্ষ্য করে একের পর এক বাক্যবাণ ছুড়তে থাকে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। শুধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনাই নয়, বিরাটকে ‘সাপেদের মাথা’ও বলা হয়। এছাড়া প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ডও কোহলির সমালোচনা করে মুখ খুলেছিলেন।

[এখন একটাই ভয়, খাড়া সিংয়ের সঙ্গে আবার গব্বর সিংয়ের না দেখা হয়ে যায়!!!]

The post কোহলির পাশেই রয়েছে গোটা দল, জানালেন পূজারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement