shono
Advertisement

বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক এ মাসেই! আশা তৃণমূলের

কেন্দ্রের কাছে বাংলার পাওনা প্রায় এক লক্ষ কোটি টাকা।
Posted: 03:33 PM Jan 05, 2024Updated: 03:33 PM Jan 05, 2024

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বাংলার প্রাপ্য বকেয়া নিয়ে চলতি মাসেই কেন্দ্র-রাজ্য বৈঠকের সম্ভাবনা রয়েছে। উচ্চ স্তরের সচিব পর্যায়ের আধিকারিকদের সেই বৈঠকে কেন্দ্রের আটকে রাখা বাংলার প্রাপ্য টাকার জট খুলতে পারে বলেই আশা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী আধিকারিক স্তরে বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের করার কথা বলেছিলেন। সেই মতোই কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এ প্রসঙ্গে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে থাকার বিষয়ে প্রধানমন্ত্রী কেন্দ্র ও রাজ্যের আধিকারিক স্তরে বৈঠকের আশ্বাস দিয়েছিলেন। আমরা আশা করছি, জানুয়ারি মাসেই এই বৈঠক হবে এবং মনরেগা-সহ অন্যান্য বিভিন্ন প্রকল্প ও খাতে বাংলার যে পাওনা রয়েছে, তা অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে।”

[আরও পড়ুন: দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট কামারহাটিতে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি]

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া টাকা আটকে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে। কেন্দ্রের কাছে বাংলার পাওনা প্রায় এক লক্ষ কোটি টাকা। তার মধ্যে আবাস যোজনায় ৯,৩৩০ কোটি টাকা, একশো দিনের কাজ তথা মনরেগায় ৬,৯০০ কোটি টাকা, প্রাকৃতিক বিপর্যয় বুলবুল ও যশ-র যথাক্রমে ৬,৩৩০ এবং ৪,০২০ কোটি টাকা, জাতীয় স্বাস্থ্য প্রকল্পে ৮৩০ কোটি টাকা, গ্রামীণ সড়ক যোজনার ৭৭০ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনের ৩৫০ কোটি টাকা, এনএসএপি (পেনশন স্কীম)-এর ২০৫ কোটি টাকা এবং মিড ডে মিলের ১৭৫ কোটি–মোট ২৮,৯১০ কোটি টাকা পাওনা রয়েছে। তাছাড়াও জিএসটি ক্ষতিপূরণ, মূল্যায়ন, পারফরমেন্স গ্রান্ট এবং অন্যান্য মিলিয়ে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য বকেয়ার পরিমাণ প্রায় ১ লক্ষ কোটি টাকা।

[আরও পড়ুন: বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি ভারতেরই, সিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement