shono
Advertisement

বিরাট আর রোহিতের সম্পর্কে কি ফাটল ধরেছে? টুইট করে জল্পনা বাড়ালেন আজহার

কী বললেন আজহার?
Posted: 06:49 PM Dec 14, 2021Updated: 10:46 PM Dec 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে সরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ড বনাম কোহলি ‘বিবাদ’ কি তাহলে প্রকাশ্যে চলে এল? 

Advertisement

ভারতীয় ক্রিকেট মহলে ইতিমধ্যেই খবর, ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া কোহলি দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলবেন না! আর এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেটে ফের বিস্ফোরণ ঘটে গিয়েছে। কেউ বলছেন, বিরাট কোহলি আর রোহিত শর্মার (Rohit Sharma) অহং বোধ প্রকাশ্যে চলে এসেছে। আবার কেউ বলছেন, বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করে বসলেন কোহলি। অনেকেই প্রশ্ন তুলেছেন, দুই তারকার সম্পর্কে কি ফাটল ধরল? ‘হিটম্যান’-এর ক্যাপ্টেন্সিতে কি তবে খেলতে চাইছেন না কোহলি? 

[আরও পড়ুন: Virat Kohli: প্রকাশ্যে বোর্ড-বিরাট বিবাদ? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে সরছেন কোহলি!]

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও (Mohammed Azharuddin) টুইটে সেরকমই ইঙ্গিত দিচ্ছেন। হায়দরাবাদি টুইট করেছেন, ”বিরাট কোহলি জানিয়েছে ওয়ানডে সিরিজে ওকে পাওয়া যাবে না। আসন্ন টেস্ট সিরিজে পাওয়া যাবে না রোহিত শর্মাকেও। বিশ্রাম নেওয়ার মধ্যে কোনও সমস্যা নেই। কিন্তু সময়টা ঠিক হওয়া চাই। আর সময়টা প্রমাণ করছে দু’ জনের সম্পর্কে ফাটল ধরেছে। কেউই কিন্তু অন্য ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছে না।” আজ্জু যেটা বলতে চাইলেন, তা হল কোহলি টেস্ট ক্রিকেট খেলবেন কিন্তু ওয়ানডে ফরম্যাটে খেলবেন না। অন্য দিকে হ্যামস্ট্রিংয়ের টানে রোহিত খেলবেন না টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ তিনি খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে ওয়ানডে সিরিজের আগে পুরোদস্তুর সুস্থ হয়ে কি উঠতে পারবেন মুম্বইকর? দুই ক্রিকেটারকে নিয়ে এখন রীতিমতো উত্তপ্ত ভারতীয় ক্রিকেট।

 

আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২১ ও ২৩ তারিখ। যাতে নেতৃত্ব দেওয়ার কথা রোহিতের (Rohit Sharma)। কিন্তু তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় ওয়ানডে সিরিজে আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। আর তার মধ্যে কোহলি একদিনের সিরিজ না খেললে দল সাজানো নিয়ে রীতিমতো চাপে পড়তে হবে নির্বাচকদের।

কোহলি নাকি বোর্ডকে জানিয়েছেন, মেয়ে ভামিকার প্রথম বছরের জন্মদিন উদযাপন করার জন্যই ছুটি চাইছেন তিনি। আগামী বছর ১১ জানুয়ারি এক বছর বয়স পূর্ণ হবে ভামিকার। আর দক্ষিণ আফ্রিকায় টিম ইন্ডিয়ার (Team India) তিন টেস্টের সিরিজ শেষ হবে ১৫ জানুয়ারি। তাই ওই সিরিজের পরই সপরিবারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট। যেখানে মেয়ের জন্মদিন সেলিব্রেট করবেন। যদিও এ খবরকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন বিসিসিআইয়ের এক আধিকারিক। তিনি এই দাবিকে উড়িয়ে দিলেও বিতর্ক কিন্তু কমছে না ভারতীয় ক্রিকেটে। 

[আরও পড়ুন: Rohit Sharma: চোটের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত, ঘোষিত পরিবর্তর নাম]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement