লার্জ ক্যাপ বেছে নেবেন? না মিড ক্যাপ? না কি লার্জ-মিড ক্যাপ? কোন নির্বাচন আপনার জন্য আগামীতে ফলদায়ক সাব্যস্ত হবে? বিশেষজ্ঞদের পরামর্শ মেনে খোঁজখবর দিল টিম সঞ্চয়
বিশ্বের একাধিক কোণে রাজনৈতিক জটিলতার কারণে ভারতীয় স্টক মার্কেটে প্রবল অস্থিরতা আমরা দেখতে পেয়েছি ঠিক উৎসবের আগের কয়েকটি দিনে। বাজারে অনেকেই বলছেন খুব বেশি মাত্রায় পড়ে যাওয়ার হাত থেকে নিজের পোর্টফোলিও বাঁচিয়ে চলা দরকার, অতএব লার্জ ক্যাপ এবং বিশেষ কিছু মিড ক্যাপেই মনোনিবেশ করা ভালো। লার্জ-মিড মিশিয়ে পোর্টফোলিও গঠন করে বড় মাপের ভ্যালুয়েশনের পতন থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত থাকা সম্ভব বলে মনে করেন তাঁরা। এঁদেরই একাংশ জানাচ্ছেন, ক্ষেত্র বিশেষে লার্জ ক্যাপের উপর বেশি ভরসা রাখতে, একটু রিস্ক নিতে চাইলে অবশ্য মিড ক্যাপও রাখা উচিত।
লার্ড এবং মিড ক্যাপ একসঙ্গে
দুদিকেরই পাল্লা ভারি থাকার দরুন পেশাদারদের ধারণা যে লার্জ এবং মিড, দুক্ষেত্র থেকেই শ্রেষ্ঠ স্টকগুলো নেওয়া উচিত। এখানে লার্জ এবং মিডের বিন্যাস এই রকম :
ক। প্রথম ১০০টি স্টক লার্জ ক্যাপ বলে গণ্য।
খ। ১০১-তম স্টক থেকে শুরু করে ২৫০-তম স্টক মিড ক্যাপ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণভাবে ৫০-৬০টি বাছাই করা নাম মিলিয়ে ভালো পোর্টফোলিও গঠন করা সম্ভব। সংশ্লিষ্ট ইনডেক্সের সঙ্গে তুলনা করে দেখলে এই ধরনের পোর্টফোলিওর উপর ভরসা করা যেতে পারে। এই বিষয়ে নিফটি লার্জ মিড ক্যাপ ২৫০ ইনডেক্স প্রসঙ্গে পড়ে নিতে পারেন পাঠকরা।
‘সঞ্চয়’-এর পাতায় এই সব সূচক নিয়ে একাধিকবার বলেছি আমরা। হেলিওস লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড সম্প্রতি এনএফও হিসাবে এসেছে।
ফান্ডের নেপথ্যে দুটি পরিসংখ্যান :
১) কেবল লার্জ ক্যাপ শ্রেণি ধরলে : নিফটি ১০০ সূচকটিকে হারিয়েছে তিন বার।
২) লার্জ এবং মিড ক্যাপ একত্রে ধরলে : সূচকটিকে হারিয়েছে ছয় বার।
লার্জ এবং মিড: লো রিস্ক-হাই রিটার্ন (তুলনামূলক/আপেক্ষিক)
ফান্ডের উদ্দেশ্য: লং টার্মের জন্য সর্বাধিক গ্রোথই এই ফান্ডের প্রধান লক্ষ্য। অন্তত ১,০০০ টাকা পরে নূন্যতম লগ্নি হিসাবে করতে পারেন ইনভেস্টররা। এখন ৫,০০০ টাকা এককালীন লগ্নি করতে হবে। এনএফও-র শেষ দিন ছিল ২৪ অক্টোবর। রিস্কের শ্রেণি ভেরি হাই।
লোড: ক) যদি প্রথম তিন মাসের মধ্যে (ইউনিট অ্যালটমেন্টের পর) সুইচ বা রিডিম করা হয়, তাহলে ১০ শতাংশ ইউনিটে কোনও লোড দিতে হবে না।
খ) যদি এই লিমিটের বেশি সুইচ বা রিডিম করা হয়, (তিন মাসের মধ্যে) তাহলে ১ শতাংশ লোড দিতে হবে।
গ) তিন মাস পরে লোড নেওয়া হবে না।
অন্য সুবিধা : এসটিপি, এসডব্লুপি এবং এসআইপি–সবই করা সম্ভব (শর্তসাপেক্ষে)