shono
Advertisement

এবার অমরনাথ যাত্রায় বড়সড় পরিবর্তন

প্রতিবারের মতো এবারও পবিত্র তীর্থক্ষেত্রে যাওয়ার আগে যাত্রীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করে নেওয়া হবে৷ The post এবার অমরনাথ যাত্রায় বড়সড় পরিবর্তন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:45 PM Jan 17, 2017Updated: 10:35 AM Jan 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর জুন মাসে শুরু এবারের অমরনাথ যাত্রা৷ কাশ্মীরের অশান্ত পরিবেশে তীর্থযাত্রীদের যাতে অমরনাথ যাত্রায় কোনও সমস্যা না হয়, তার বিশেষ খেয়াল রাখবে শ্রী অমরনাথজি শ্রীন বোর্ড (এসএএসবি)৷

Advertisement

সোমবার কাশ্মীরের রাজ্যপাল এন এন বোহরা জানিয়ে দিলেন, এ বছর ৪০ দিনের জন্য খোলা থাকবে অমরনাথের যাত্রাপথ৷ ২৯ জুন যাত্রা শুরু৷ আগস্টের ৭ তারিখ শ্রাবণ পুর্ণিমার দিন শেষ হবে যাত্রা৷ অর্থাৎ রাখী বন্ধনের দিন পর্যন্ত এবার অমরনাথ দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা৷ফলে গতবছরের থেকে আটদিন কম হবে এবারের যাত্রা৷ চন্দনওয়ারির কাছে বেস-ক্যাম্পে তীর্থযাত্রীদের মঙ্গল কামনায় একটি পুজোরও আয়োজন করবে এসএএসবি৷ পরিবহণ ব্যবস্থার কথা মাথায় রেখে প্রতিদিন দু’টি রাস্তা ধরে মোট সাড়ে সাত হাজার তীর্থযাত্রীকে অমনরনাথ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড৷ এছাড়া হেলিকপ্টারের মাধ্যমেও অমরনাথে পৌঁছনোর ব্যবস্থা থাকছে৷

প্রতিবারের মতো এবারও পবিত্র তীর্থক্ষেত্রে যাওয়ার আগে যাত্রীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করে নেওয়া হবে৷ তার জন্য ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে হবে যাত্রীদের৷ ৩২টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জম্মু ও কাশ্মীর ক্যাম্প, ইয়েস ব্যাঙ্কের মোট ৪৩৩টি শাখায় আগামী ১ মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে৷ যাঁরা তীর্থে যাবেন, তাঁদের প্রত্যেককে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে৷ তার ভিত্তিতেই হবে রেজিস্ট্রেশন৷

  • ১% ভারতীয়র হাতেই বন্দি দেশের ৫৮% সম্পদ, জানাল সমীক্ষা
  • আগুনে পুড়ে খাক প্রেসিডেন্সির ক্যান্টিন

The post এবার অমরনাথ যাত্রায় বড়সড় পরিবর্তন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement