shono
Advertisement

বাড়ল শব্দবাজির মাত্রা, এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

কী জানাল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ?
Posted: 01:54 PM Oct 19, 2023Updated: 01:54 PM Oct 19, 2023

স্টাফ রিপোর্টার: রাজ্যে বাড়ল শব্দবাজির মাত্রা। এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিয়েছে রাজ‌্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Advertisement

দুষণ ছড়ায় এমন বাজি নিষিদ্ধ করা হয়েছে আগেই। উৎসবে কেবলমাত্রা পরিবেশবান্ধব বাজিকেই ছাড় দেওয়া হয়েছে। তবে এতদিন এ রাজ্যের পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রেও শব্দমাত্রা ৯০ ডেসিবেল পর্যন্ত ছাড়া ছিল। এবছর থেকে ১২৫ ডেসিবেল করা হয়েছে।

[আরও পড়ুন: চতুর্থীর রাতেও দুষ্কৃতী দৌরাত্ম্য হাবড়ায়! টাকার ব্যাগ ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে গুলি

এবিষয়ে মঙ্গলবার রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম‌্যান কল‌্যাণ রুদ্র জানান, সুপ্রিম কোর্টে নির্দেশ অনুযায়ী শব্দমাত্রা ১২৫ ডেসিবেল পর্যন্ত করা হয়েছে।তবে ‘নিঃশব্দ অঞ্চল’ বা ‘সাইলেন্ট জোন’ থেকে একশো মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ১২৫ ডেসিবেলের উপর শব্দবাজি ফাটানোর অভিযোগ এলেই আইনানুগ ব্যবস্থা নেবে পর্ষদ বলেও জানানো হয়েছে বলেই খবর।

[আরও পড়ুন: ক্ষিপ্ত হাতির হানায় মৃত দুই বৃদ্ধ, পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement