shono
Advertisement

Breaking News

বর্ষশেষের ‘মন কি বাত’, ক্যাশলেসে পুরস্কার ঘোষণা মোদির

দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ সেনার মতো কাজ করেছে, উক্তি প্রধানমন্ত্রীর৷ The post বর্ষশেষের ‘মন কি বাত’, ক্যাশলেসে পুরস্কার ঘোষণা মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 06:30 PM Dec 25, 2016Updated: 08:03 AM Dec 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষের মন কি বাতে ‘ক্যাশলেস ইকোনমি’তেই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার মোদি বলেন, ক্যাশলেসের মাধ্যমে লেনদেনকারীদের পুরস্কৃত করা হবে৷ প্রতি সপ্তাহের শেষে এই পুরস্কার দেওয়া হবে৷ বিজেতাদের বাছাই করা হবে লাকি ড্র-এর মাধ্যমে৷ এই সপ্তাহে মোট ১৫ হাজার জনকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি৷ এভাবেই প্রায় ১ কোটি মানুষকে পুরস্কৃত করা হবে যাঁরা  ৫০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত ক্যাশলেসের মাধ্যমে লেনদেন করবেন৷

Advertisement

এদিন প্রধানমন্ত্রী দু’টি প্রকল্পের কথা ঘোষণা করেন৷ লাকি গ্রাহক যোজনা এবং ডিজিধন ব্যাপার যোজনা৷ ডিজিধন ব্যাপার যোজনার মাধ্যমে খুচরো ব্যবসায়ীরাও লাভবান হবেন বলে জানান তিনি৷ কৃষিক্ষেত্রেও যাঁরা অনলাইন লেনদেন করবেন তাঁদেরকেও বিশেষ ছাড় দেওয়া হবে৷ এদিন প্রধানমন্ত্রী সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, দেশের মানুষ সংসদের এই অচলাবস্থা নিয়ে অখুশি৷ তবে এর মধ্যেও প্রতিবন্ধী বিলটি পাশ হতে পেরেছে এর জন্য লোকসভা ও রাজ্যসভার সাধুবাদ প্রাপ্য৷ তিনি বলেন, নোট বাতিলের জন্য সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ তবে দেশবাসী সেনার মতোই দুর্নীতির বিরুদ্ধে লড়েছে৷ এর জন্য ভারতবাসীকে কুর্নিশ জানান মোদি৷ এদিন মোদি এও জানান, খুব শিগগিরিই তাঁর সরকার বেনামি সম্পত্তি কড়া হাতে মোকাবিলা করতে একটি শক্তিশালী আইন কার্যকর করবে।

রবিবার দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও জন্মদিনের শুভেচ্ছা জানান মোদি৷ আইসিসি’র শীর্ষে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, কে. এল. রাহুলকে৷ ১৫ বছর বাদে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানান জুনিয়র হকি দলকে৷ গত মাসে এশিয়া কাপে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় মহিলা হকি দলকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷

The post বর্ষশেষের ‘মন কি বাত’, ক্যাশলেসে পুরস্কার ঘোষণা মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement