shono
Advertisement
Dev

'৪ তারিখ গরমের দাপট কমবে', বুথ থেকে বেরিয়ে ভোট-আবহাওয়ার খবর দিলেন দেব

নির্বাচনের অন্তিমদফায় গণতন্ত্রের উৎসবে শামিল দেব।
Published By: Sandipta BhanjaPosted: 03:51 PM Jun 01, 2024Updated: 05:18 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনের অন্তিমদফায় গণতন্ত্রের উৎসবে শামিল টলিউড তারকারা। সকাল থেকে ভোটকেন্দ্রে বাংলা সিনে ইন্ডাস্ট্রির সেলেবদের ভিড়। শনিবার দুপুরে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেব(Dev)।

Advertisement

বেলা-দুপুরে মহিলা দ্বারা পরিচালিত বুথে ভোট দিলেন দু বারের ঘাটালের সাংসদ। বুথ থেকে বেরিয়েই আত্মবিশ্বাসী সুর ঘাটালের তারকা প্রার্থীর কণ্ঠে। সদর্পেই বললেন, '২০১৯ সালের লোকসভা ভোটের থেকে থেকে চব্বিশে তৃণমূলের ভালো রেজাল্ট হবে বাংলায়।' শুধু তাই নয়! সেইসঙ্গে হাসিমুখে ভোট-আবহাওয়ার খবরও দিলেন তিনি নায়কোচিত সংলাপে। দেবের মন্তব্য, "৪ তারিখ গরমের দাপট কমবে। মানুষ কোথাও গিয়ে শান্তি পাবে।" গরমকে উপেক্ষা করেই সকাল থেকে আমজনতা থেকে সেলেবরা যেভাবে ভোটকেন্দ্রে নিজেদেক ভোটাধিকার প্রয়োগের জন্য লম্বা লাইনে অপেক্ষা করেছেন। সেপ্রসঙ্গে কথা বলতে গিয়েই রসিকতা দেবের। তাঁর কথায়, "গরম বেড়েছে, বৃষ্টির অপেক্ষা।"

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের দিনে উত্তর কলকাতায় অশান্তি নিয়েও মুখ খুললেন দেব। টলিউড সুপারস্টারের কথায়, "নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে।" পাশাপাশি নির্বাচন কমিশনকে সাধুবাদও জানালেন তিনি। তাঁর মন্তব্য, "আমাদের মতো গণতান্ত্রিক দেশের এত কোটি কোটি মানুষকে নিয়ে ভোটের আয়োজন। দেড় মাসব্যাপী এতবড় ইলেকশন করানোটা চারটিখানি কথা নয়। ভারতবর্ষে এত সুন্দরভাবে সাতটা দফার নির্বাচন প্রক্রিয়া শেষ হল যে এরজন্য নির্বাচন কমিশনের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছি। ভোট দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী মালা রায়ের প্রশংসায় পঞ্চমুখ দেব। বললেন, মালাদির সঙ্গে আমার ভালো সম্পর্ক। প্রচুর কাজ করেন উনি। রাত ১২টার সময়ে সমস্যায় পরে ফোন করলেও পাওয়া যায় ওঁকে। আমি আশাবাদী ২০১৯-এর লোকসভার থেকে ভালো রেজাল্ট করবে এবার তৃণমূল। ২২টা সিটের থেকে মার্জিন বাড়বে।"

[আরও পড়ুন: রাজনৈতিক ষড়যন্ত্রে সারল্য হারাল ‘ফুলেরা’? ভোট আবহে প্রশ্ন তুলল ‘পঞ্চায়েত ৩’]

গত ২৫ তারিখেই ঘাটাল কেন্দ্রে ভোট হয়েছে। সেদিনও দারুণ সক্রিয় দেখা গিয়েছিল দেবকে। কোথাও বাইকে চেপে, কোথাও টোটোয় চড়ে একেকটা কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। ভোটের দিনও নতুন ভোটারদের সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে বৃদ্ধদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা গিয়েছিল তৃণমূলের সুপারস্টার প্রার্থীকে। আর অন্তিম দফায় নিজে ভোট দিয়ে বেরিয়ে রীতিমতো ভোট-আবহাওয়া সম্পর্কে বিরোধী শিবিরকে সাবধান করে দিলেন। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে যে মানুষটি রাজনীতিকে জলাঞ্জলি দেওয়ার কথা বলেছিলেন, গত দু’ মাস ধরে তাঁকেই বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: হুইলচেয়ারে মা, সকালে ভোট দিলেন রাজ-শুভশ্রী, গণতন্ত্রের উৎসবে শামিল কোয়েল-নুসরতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার দুপুরে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেব।
  • বেলা-দুপুরে মহিলা দ্বারা পরিচালিত বুথে ভোট দিলেন দু বারের ঘাটালের সাংসদ।
  • বুথ থেকে বেরিয়েই আত্মবিশ্বাসী সুর ঘাটালের তারকা প্রার্থীর কণ্ঠে।
Advertisement