shono
Advertisement

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর, অভিষেকের নেতৃত্বে রাজ্যে শুরু তৃণমূলের ‘সংযোগ যাত্রা’

২৫ এপ্রিল থেকে শুরু করে টানা দু'মাস চলবে এই কর্মসূচি।
Posted: 05:03 PM Apr 19, 2023Updated: 05:09 PM Apr 19, 2023

ধ্রুবজ্য়োতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের জনসংযোগে জোর তৃণমূল কংগ্রেসের। ‘দুয়ারে সরকার’, ‘দিদির দূতে’র পর এবার শুরু হচ্ছে ঘাসফুল শিবিরের নয়া অভিযান ‘সংযোগ যাত্রা’। নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই এই নয়া কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই সংযোগ যাত্রা। টানা দু’মাস ধরে গোটা রাজ্যে ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় মানুষের সমস্যার কথা শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই গরমের মধ্যেও মানুষের কাছে পৌঁছে যাব আমরা। অভিষেককে (Abhishek Banerjee) দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও অভিষেককে বলছিলাম গরমের মধ্যে এই কর্মসূচি বেশ কঠিন।” তবে অভিষেক জানিয়েছেন তাঁর অসুবিধা হবে না। 

[আরও পড়ুন: ভারতে আসা কোরিয়ার ব্লগার তরুণীকে পুরুষাঙ্গ প্রদর্শন! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার অভিযুক্ত]

জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলা থেকে শুরু হবে এই কর্মসূচি। আগামী ২৫ ও ২৬ এপ্রিল কোচবিহারে সংযোগ যাত্রা করবেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। এরপর ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল থাকবেন আলিপুরদুয়ারে। এভাবেই আগামী দু’মাস গোটা রাজ্যে চলবে সংযোগ যাত্রা। উল্লেখ্য, সম্প্রতি অভিষেক নিজেই জানিয়েছিলেন, তিনি প্রত্যেক এলাকায় গিয়ে কারা কেমন কাজ করছেন, খোঁজ নেবেন। কাকে প্রার্থী করা উচিত, জানতে চাইবেন। এই কর্মসূচি তারই অংশ। 

‘দুয়ারে সরকার’ এবং ‘দিদির দূতে’ জনগণের ব্যাপক সাড়া মিলেছে। তাই পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে গিয়ে, তাঁদের সমস্যা সমাধান করাকেই পাখির চোখ করছে শাসকদল।

[আরও পড়ুন: চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত! বলছে রাষ্ট্রসংঘের সমীক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement