ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ত্রিপুরার (Tripura) পর এবার তৃণমূলের লক্ষ্য গোয়া। এক মাসের ব্যবধানে দু’বার সৈকত শহরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষে অর্থাৎ বর্ষবরণের ঠিক আগেই ফের গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকেই যাবেন ত্রিপুরায়।
জানা গিয়েছে, বড়দিনের উৎসবের মধ্যেই অর্থাৎ ২৬ ডিসেম্বর গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন ২৮ তারিখ পর্যন্ত। সেখানে যোগদান কর্মসূচি রয়েছে বলে খবর। এছাড়া সেখানকার কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেকের। প্রাথমিকভাবে ২৬ তারিখই অভিষেক গোয়া যাবেন জানা গেলেও পরবর্তীতে পরিবর্তন হতে পারে দিনক্ষণ। গোয়া থেকেই বিপ্লব দেবের রাজ্য ত্রিপুরা যাবেন তিনি। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ৩০ ডিসেম্বর কলকাতা ফিরবেন অভিষেক।
[আরও পড়ুন: ‘আমার বউয়ের পিছনে পড়ে আছেন কেন?’, বিরোধী বিধায়কের উপর রাগে অগ্নিশর্মা অসমের মুখ্যমন্ত্রী]
বাংলার বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল (TMC)। তারপরই জাতীয় রাজনীতিতে ঝাঁপিয়েছে তারা। ত্রিপুরার পুরভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছে ঘাসফুল শিবির। এই মুহূর্তে পশ্চিম ভারতের সৈকত রাজ্যে সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে বাংলার শাসকদল। ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার গোয়ায় ঘুরে এসেছেন। তাঁর হাত ধরে সেখানে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, গায়ক রেমো ফার্নান্ডেজ, আলেমাও চার্চিল-সহ বেশ কয়েকজন। চলতি মাসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন অভিষেক। উল্লেখ্য, গোয়ায় সংগঠন তৈরির ভার দলের অন্যতম ভরসাযোগ্য সাংসদ মহুয়া মৈত্রর (Mohua Moitra) হাতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে তৃণমূল শিবিরে নাম লেখাচ্ছেন আরও অনেকে।