shono
Advertisement

বউভাত মিটতেই ধরনায়! নববধূর বেশে বিধানসভায় তৃণমূল বিধায়ক শম্পা ধাড়া

বুধবারই বউভাত ছিল বিধায়কের।
Posted: 05:46 PM Nov 30, 2023Updated: 05:46 PM Nov 30, 2023

কৃষ্ণকুমার দাস: বুধবার ছিল বউভাত। বৃহস্পতিবার নববধূ বেশে বিধানসভার ধরনায় যোগ দিলেন তৃণমূল বিধায়ক শম্পা ধাঁড়া। সুর চড়ালেন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে।

Advertisement

বুধবারের পর বৃহস্পতিবারও উত্তাল রাজ্য বিধানসভা। থালা বাজিয়ে ধরনায় শামিল তৃণমূল (TMC) বিধায়করা। তাঁদের দেখে পালটা ‘চোর’ স্লোগান দিয়ে চায়ের বাসন, বাঁশি, কাপ নিয়ে বিক্ষোভ শুরু বিজেপিরও (BJP)। সেই বিক্ষোভে নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিক্ষোভ দেখে মেজাজ হারিয়ে বিধানসভা লবির উলটোদিকে ধরনায় বসেন শুভেন্দু অধিকারী। দুই দলের ধরনায়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর।

[আরও পড়ুন: Debraj Chakraborty: ‘তৃণমূল করাই আমাদের দোষ’, প্রায় ৬ ঘণ্টা CBI তল্লাশির পর হেসে বললেন দেবরাজ]

শাসকদলের ধরনায় নবধূ বেশে দেখা গেল রায়নার বিধায়ক শম্পা ধাড়াকে। পরনে ছিল লাল শাড়ি, গয়না। একেবারে যেন নববধূ। আদতে দিন কয়েক আগেই বিয়ে করেছেন বিধায়ক। পাত্র আকাশ রায়। পেশায় স্কুল শিক্ষক। বুধবার ছিল বউভাত। অনুষ্ঠান পর্ব মিটতেই বৃহ্স্পতিবার দলের ধরনায় শামিল হয়েছেন বিধায়ক।

[আরও পড়ুন: বিধানসভায় ‘চপ’ চর্চা! বিজেপি বিধায়কের কাছে খাওয়ার আবদার মন্ত্রীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement