shono
Advertisement

‘বিচারব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়’, বিজেপি নেতাকে তোপ শওকতের

তমলুকের মানুষ অভিজিৎকে জব্দ করে দেবে, দাবি শওকতের।
Posted: 02:13 PM Mar 19, 2024Updated: 02:13 PM Mar 19, 2024

দেবব্রত মণ্ডল,বাসন্তি: ভোটের আগে হঠাৎ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। যোগ দেন বিজেপিতে (BJP)। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি তাঁকে তমলুক (Tamluk) লোকসভা আসনে প্রার্থী করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। বিভিন্ন মঞ্চে তৃণমূলকে বিঁধছেনও তিনি। পালটা দিতে ছাড়ছে না তৃণমূলও। এবার প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তোপ দাগলেন শওকত মোল্লা (Saokat Molla) । তাঁর দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারব্যবস্থার কলঙ্ক।

Advertisement

ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (National Election Commission)। তার আগেই ব্রিগেডের জনসভা থেকে তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) প্রার্থী করেছে তৃণমূল (TMC)। বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও বার বার তমলুকে ছুটে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কর্মীদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত তিনি। সেখান থেকেই বিঁধছেন তৃণমূলকে।

[আরও পড়ুন: বাড়ির দেওয়ালের পাশেই ধসে পড়ছে মাটি! ভাগীরথী তীরের ভাঙনে আতঙ্কে কাঁপছে কালনা]

ক্যানিংয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “বিচারব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে আমি টিভিতে দেখছিলাম উনি নিজেকে গোখরো বলেছেন। আমি বলে রাখি, বিষধর সাপকে কী করে বশে আনা যায় তা ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও যোগ করেন, ” তমলুকে দেবাংশুকে প্রার্থী করেছে দল। ও ইতিমধ্যেই ওখানকার বিজেপি নেতাদের ল্যাজেগোবরে করে ফেলেছে। তমলুকের মানুষরাও প্রাক্তন বিচারপতিকে জব্দ করে দেবে।”

[আরও পড়ুন: বাবা-মায়ের জন্ম শংসাপত্র খুঁজতে কি শ্মশানে যাব? কেন্দ্রকে CAA তোপ তৃণমূল বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement