shono
Advertisement

Breaking News

গণেশ পুজোর ক্ষমতা দখলের লড়াইয়ে দাপট তৃণমূলের, উদ্বোধনে মিমি-নুসরত

শহরের গণেশ পুজোর উদ্বোধনে বা দায়িত্বে রয়েছেন একাধিক শাসক নেতাও। The post গণেশ পুজোর ক্ষমতা দখলের লড়াইয়ে দাপট তৃণমূলের, উদ্বোধনে মিমি-নুসরত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Sep 01, 2019Updated: 06:35 PM Sep 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  লোকসভা নির্বাচনের পর রাজ্যে গেরুয়া হাওয়া বইতেই শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা দখলের লড়াই। বিনোদন ইন্ডাস্ট্রি, পুজো ক্লাব-কমিটি বাদ পড়েনি কিছুই। দেবীর কাঠামো তৈরির দিন থেকেই পুজো নিয়ে রাজনৈতিক রেশারেশি-দ্বন্দ। সঙ্গে শুরু হয়েছে পুজো কমিটিগুলির ক্ষমতা দখলের লড়াই। কলকাতার মোটা বাজেটের দুর্গাপুজোগুলির দিকে টিটিপক্ষীর মতো যে গেরুয়া শিবিরের নজর রয়েছে, সে খবর আগেই প্রকাশ্যে এসেছে। তবে হাইজ্যাক করার চেষ্টা করেও তেমনভাবে কোনও সাফল্য আসেনি বিজেপির ঘরে। তাই এবার বোধহয় গণেশ পুজোর দিকে নজর দিয়েছে পদ্ম শিবির। তবে সেখানেও যে ফলপ্রসূ খুব কিছু হয়েছে, তা বলা যায় না। কারণ সেসব পুজো উদ্বোধনে এখনও ডাক আসছে তৃণমূল সাংসদদেরই। আর সেই তালিকায় রয়েছেন মিমি-নুসরতও।

Advertisement

[আরও পড়ুন: বড়পর্দার নতুন ব্যোমকেশ-অজিত জুটি, প্রথম ঝলকে নজর কাড়লেন পরম-রুদ্র]

দুর্গাপুজো কমিটিগুলিতে ক্ষমতাপ্রয়োগের পরিকল্পনাতে গেরুয়া শিবিরের সাফল্য সেরকম তো আসেইনি। বরং পুজো উদ্বোধনে ডাক আসছে একচেটিয়া  তৃণমূলের নেতা-মন্ত্রীদেরই। গণেশ পুজোর ক্ষেত্রেও সেরকমই পরিকল্পনা রেখেছিলেন রাজ্যের বিজেপি শিবির। ক্ষমতা হস্তান্তরের চেষ্টা বৃথাই গিয়েছে। বরং চমকপ্রদভাবে এবার গণেশ পুজোর উদ্বোধনে যথেষ্ট চাহিদা রয়েছে তৃণমূলের নবনির্বাচিত দুই তারকা সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীনুসরত জাহানের। সূত্রের খবর, সল্টলেক পিএনবি-তে যুব সংঘের গণেশ পুজোর উদ্বোধন করবেন মিমি ও নুসরত। সোমবার সন্ধেবেলা ৬টায় পুজো উদ্বোধনে যুব সংঘের পুজোয় উপস্থিত থাকবেন যাদবপুর এবং বসিরহাটের দুই মহিলা সাংসদ।

[আরও পড়ুন:আসছে রহস্য-রোমাঞ্চে মোড়া ‘মিতিন মাসি’, টিজারেই বাজিমাত রণং দেহি কোয়েলের]

শোনা যাচ্ছে, মিমি এবং নুসরত ছাড়াও শহরের বিভিন্ন গণেশ পুজোর উদ্বোধন বা দায়িত্বে রয়েছেন একাধিক শাসক নেতা। অপরদিকে, গণেশ পুজোর পর বিভিন্ন পুজো কমিটির তরফে উদ্বোধনের জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে বৃহস্পতিবার দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “শহরের অনেক পুজো কমিটি প্রতিমা উদ্বোধনের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতাদের চাইছেন। অমিত শাহ, জেপি নাড্ডার নামও রয়েছে সেই তালিকায়।” শহরের বাছাই করা কিছু পুজো কমিটি তৃণমূল নেতাদের কাছ থেকে ক্ষমতান্তরের কৌশল রপ্ত করেছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের এই কৌশল উল্লেখযোগ্যভাবে সাফল্যের মুখ দেখেনি।

The post গণেশ পুজোর ক্ষমতা দখলের লড়াইয়ে দাপট তৃণমূলের, উদ্বোধনে মিমি-নুসরত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement