shono
Advertisement

নগদ লেনদেনে এবার দিতে হবে বাড়তি চার্জ!

দেশকে ক্যাশলেস ইকোনমিতে সাবালক করে তুলতে যদি নয়া কমিটির সুপারিশ মানা হয়, তবে নগদ লেনদেনে পকেটে কোপ বসতে চলেছে জনগণের। The post নগদ লেনদেনে এবার দিতে হবে বাড়তি চার্জ! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Dec 13, 2016Updated: 11:49 AM Dec 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে ক্যাশলেস অর্থনীতিতে সাবালক করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কারণে নগদহীন লেনদেনে একগুচ্ছ ছাড়ের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে এই পদ্ধতিতে আরও গতি আনতে উল্টোদিকের ভাবনাও আছে কেন্দ্রর। অর্থাৎ এবার নগদ লেনদেনের ক্ষেত্রে বসতে পারে বাড়তি চার্জ।

Advertisement

দেশকে কীভাবে নগদহীন অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে আছেন প্রাক্তন অর্থসচিব রতন ওয়াতল। এই কমিটির সুপারিশে মিলছে এমনই আভাস। একদিকে ক্যাশলেস ইকোনমির জন্য নানা ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি যদি নগদ লেনদেনে বাড়তি চার্জ নেওয়া হয়, তবে এই পদ্ধতি থেকে সরে আসবে জনগণ। সরকারের কাছে এরকম সুপারিশই জানিয়েছে এই কমিটি।

এর আগে দেশে কালো টাকা রোখার ক্ষেত্রেও বেশ কয়েকটি কমিটির সুপারিশ শুনেছিল কেন্দ্র। তার মধ্যেই একটি ছিল নোট বাতিল। সেইমতো গত ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আরএসএসের তাত্বিক নেতা এস গুরুমূর্তি জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে নতুন নোটও বাতিল হয়ে যেতে পারে। এই প্রেক্ষিতে দেশকে ক্যাশলেস ইকোনমিতে সাবালক করে তুলতে যদি নয়া কমিটির সুপারিশ মানা হয়, তবে নগদ লেনদেনে পকেটে কোপ বসতে চলেছে জনগণের। তবে এই সিদ্ধান্ত আদৌ লাগু হবে কিনা, সরকারের তরফে সেরকম কোনও ইঙ্গিত এখনও মেলেনি।

The post নগদ লেনদেনে এবার দিতে হবে বাড়তি চার্জ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement