সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করা হবে না, ইউজিসি-নেট মামলায় সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। তারই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে এসে পরীক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করা হবে না। সেক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
প্রশ্নফাঁস নিয়ে ডামাডোলের মধ্যে আগামী ২১ অগস্ট নতুন করে ইউজিসি-নেট পরীক্ষার দিন স্থির হয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হয় একপক্ষ। পুরনো পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি তাঁরা। যদিও সোমবার শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, "প্রায় দু’মাস হয়ে গিয়েছে। ২১ অগস্ট ফের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এমন সময়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলাকে গুরুত্ব দেওয়া হলে, তার ফলে অযথা অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।"
[আরও পড়ুন: আর জি করের অধ্যক্ষের পদত্যাগ নিয়ে মুখ খুললেন মমতা, কী বললেন?]
এর আগে জুলাই মাসেও ইউজিসি-নেট পরীক্ষাকে বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাটিও খারিজ করে দিয়েছিল আদালত। এদিকে আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ অগস্ট প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর ইউজিসি-নেট পরীক্ষায় বসবেন। সেই পরীক্ষার আগে কোনওরকম ডামাডোল চাইছে সর্বোচ্চ আদালত।