shono
Advertisement

Breaking News

একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করতে বললেন প্রতিরক্ষামন্ত্রী

মোদির প্রশংসায় পঞ্চমুখ পারিক্কর৷ The post একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করতে বললেন প্রতিরক্ষামন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:19 PM Nov 20, 2016Updated: 02:49 PM Nov 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তাঁর বক্তব্য, “সশস্ত্র বাহিনীকে আমি নির্দেশ দিয়ে রেখেছি মেশিন গান হাতে কাউকে দেখলেই গুলি করতে৷ কারণ, এটা খুবই স্বাভাবিক যে তারা কোনও মহৎ উদ্দেশ্য নিয়ে আসেনি।”

Advertisement

শনিবার ফতোরদা বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে এ কথা বলেন পারিক্কর৷ তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের দৃঢ় পদক্ষেপই সেনাবাহিনীকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার অনুমতি দিয়েছে৷” ১৯৮৬-র বোফর্স কেলেঙ্কারির পর সেনাবাহিনীতে কামানের অভাব প্রকট হয়ে উঠছিল৷ কেন্দ্রীয় সরকার সেই ঘাটতি মেটাতে প্রায় ৩০ বছর পর হাউৎজার-সহ অন্যান্য স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ বায়ুসেনায় সাফল্যের সঙ্গে তেজস স্কোয়াড্রন যুক্ত হয়েছে৷ এর কৃতিত্বও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়েছেন পারিক্কর৷ আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে ২১ নয়, বরং ২৫-২৬টি আসনে জয়লাভ করবে বলেও আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী৷

(নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি!)

The post একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করতে বললেন প্রতিরক্ষামন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement