সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ইতিহাসে প্রথমবার ২০টি দল খেলতে নেমেছ চলতি টুর্নামেন্টে। তার পর থেকেই ক্রিকেটমহলে চর্চা, ২৯ জুন কোন দলের হাতে ট্রফি উঠবে? হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে কোন দল পাবে বিশ্বসেরার শিরোপা?
প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হিসাবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। সর্বাধিক ২০টি দেশ বিশ্বকাপ খেলতে নামছে। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইট পর্বে। সেখান থেকে চারটি দল সেমিফাইনাল এবং দুটি দল যাবে ফাইনালে।
ক্রিকেটপ্রেমীদের মতে, গ্রুপ পর্ব নয়, আসল বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হবে সুপার এইট পর্ব থেকে। কারণ সেখানেই সেরা দলগুলোর টক্কর শুরু হবে। সেখানে টানটান লড়াই শেষে কে ছিনিয়ে নেবে সেরার শিরোপা? বিশেষজ্ঞদের আলোচনায় প্রথমেই উঠে আসছে ভারতের নাম। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহর মতো তারকাখচিত দল নিয়ে টুর্নামেন্টে নামছে মেন ইন ব্লু। আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন তিন তারকাই। নিজের দিনে একা হাতে ম্যাচ ঘুরিয়ে পারেন। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শিবম দুবের মতো অলরাউন্ডার থাকায় দলের ভারসাম্য় বেড়েছে। আইপিএলে ঋষভ পন্থের ফর্মও ভরসা দেবে ভারতীয় সমর্থকদের। সঙ্গে রয়েছে রোহিত শর্মার অধিনায়কত্ব। ২০০৭ এর পরে আবারও ট্রফি জিততে পারে ভারত (Indian Cricket Team), মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া। ছবারের বিশ্বকাপজয়ীরা ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ট্রফিও ঘরে তুলেছিল। গত বছরও পরপর দুবার দুই ফরম্যাটে বিশ্বসেরার শিরোপা উঠেছিল তাদের মুকুটে। তবে সোনা ফলানো অধিনায়ক প্যাট কামিন্স এবার দলকে নেতৃত্ব দেবেন না। পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে মিচেল মার্শকে। দলে রয়েছেন কামিন্স, স্টার্ক, জাম্পার মতো বোলার। সেই সঙ্গে ট্র্যাভিস হেড, ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ক্যামেরন গ্রিনের মতো বিস্ফোরক ব্যাটিং লাইন আপ নিয়ে খেতাব জয়ের লক্ষ্যে নামবে অজিরা। ক্রিকেট ইতিহাসের একমাত্র দল হিসাবে পরপর তিনটি বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া (Australia)। দল হিসাবে কুড়ি-বিশের বিশ্বকাপ তারা জিততে পারেই বলেই মত বিশেষজ্ঞদের।
[আরও পড়ুন: বিশ্বকাপ নয়, আসল লক্ষ্য ভারতকে হারানো! পুরনো মন্ত্রেই নিজেদের ফের তাতাচ্ছেন পাক তারকা]
টি-২০ বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ডও। শেষবার এই ট্রফি গিয়েছিল থ্রি লায়ন্সের ক্যাবিনেটেই। দুবছর পরেও ট্রফি জয়ের দাবিদারের তালিকা থেকে ইংল্যান্ডের নাম বাদ দেওয়া যাচ্ছে না। গতবারের ট্রফিজয়ী অধিনায়ক জস বাটলারের নেতৃত্ব কাপ জয়ের অভিযান শুরু করবে ইংল্যান্ড। দলে বাটলার ছাড়াও হ্যারি ব্রুক, উইল জ্যাক্স, জনি বেয়ারস্টো, ফিল সল্টের মতো বিস্ফোরক ব্যাটাররা রয়েছেন। বোলিংয়ের শক্তি বাড়াচ্ছেন মার্ক উড, রিস টপলি, আদিল রশিদ, ক্রিস জর্ডানের মতো বোলাররা। যদিও নিন্দুকরা মনে করিয়ে দিচ্ছেন, ২০১৯য়ের বিশ্বজয়ীরা খেতাব রক্ষার লড়াইয়ে নেমে ২০২৩ সালে গোহারা হেরেছিল। সেই নজির আবারও ফিরে আসতে পারে। তা সত্ত্বেও ট্রফি জয়ের ফেভারিট তালিকায় ইংল্যান্ডকে (England) সরিয়ে রাখা কঠিন।
চতুর্থ দল হিসাবে ফেভারিটদের তালিকায় জায়গা করে নিতে পারে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ক্রিকেট দুনিয়ার চোকার্স তকমা ঘোচাতে এবার এডেন মার্করামের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। হেনরিক ক্লাসেন, ট্রিস্টিয়ান স্টাবস, ডেভিড মিলারের মতো ব্যাটাররা আইপিএলে বোলারদের তুলোধনা করার পরে নামবেন জাতীয় দলের জার্সিতে। রয়েছেন জেরাল্ড কোয়েৎজি, অ্যানরিখ নখিয়া, কাগিসো রাবাডার বিধ্বংসী বোলিং লাইন আপ। নক আউটের চাপ সামলে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেতেই পারে প্রোটিয়ারা। তবে চোকার্স তকমা আবারও বিশ্বকাপের মঞ্চে ভোগাতে পারে তাদের।
তবে ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা। টি-২০তে নিজেদের দিনে যেকোনও দলই চমকে দিতে পারে ধারেভারে এগিয়ে থাকা হেভিওয়েট প্রতিপক্ষকে। চলতি বিশ্বকাপে নজর কাড়তে পারে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। আবার ডার্ক হর্স হিসাবে উঠে আসতে পারে আফগানিস্তান, নামিবিয়া, আয়ারল্যান্ডও। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক থেকে ট্রফি নিয়ে কারা ফিরবে? টানটান লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।