স্টাফ রিপোর্টার, পুরুলিয়া ও কলকাতা: পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষনেতা রঞ্জিত পাল ও তাঁর স্ত্রী ঝর্না গিরি ওরফে অনিতা৷ বুধবার রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং পুলিশ কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কাছে আত্মসমর্পন করেন দুই মাও নেতা৷ রাজ্য সরকারের উন্নয়নের গতিই সমাজের মূলস্রোতে তাঁদের ফিরিয়ে আনতে অনুপ্রাণিত করেছে, জানিয়েছেন মাও নেতা রঞ্জিত৷
পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়
ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স
এদিন আত্মসমর্পন করতে গিয়ে রঞ্জিত জানান, “মাওবাদী হিসেবে আমার ১৭ বছরের কেরিয়ারে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের কাছে ক্ষমা চাইছি৷ আমি বুঝেছি যে স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা-বাবার দায়িত্ব নিয়ে আর বিদ্রোহ করা সম্ভব নয়৷ আর যে সমস্যাগুলির জন্য আমি হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তা সমাধান করে ফেলেছে৷ যে সমস্ত যুবক মাওবাদের এই সশস্ত্র পথ অনুসরণ করেছেন আমি তাঁদের মূলস্রোতে ফিরে আসার আবেদন করছি৷” প্রসঙ্গত, গত দু’ববছরে ২১৩ জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ, আত্মসমর্পণ করেছে ২১৯ জন৷
শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন
The post আত্মসমর্পণ করলেন মাও শীর্ষনেতা রঞ্জিত পাল ওরফে তড়িৎ appeared first on Sangbad Pratidin.