shono
Advertisement

জনপ্রিয় ঠান্ডা পানীয়র পেট বটলে লুকিয়ে ‘বিষ’

এই পুজোয় সাবধান হোন, সতর্ক করছে কেন্দ্র... The post জনপ্রিয় ঠান্ডা পানীয়র পেট বটলে লুকিয়ে ‘বিষ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:39 PM Oct 07, 2016Updated: 01:12 PM Oct 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর সময় প্রতিমা-মণ্ডপ দর্শনে বেরিয়ে ঠান্ডা পানীয়ে গলা ভেজাবেন না, এমন দর্শনার্থী খুঁজে পাওয়া দুষ্কর! ভিড়ে চিড়েচ্যাপ্টা হওয়ার ফাঁকে বহুজাতিক সংস্থার কালো-সাদা বা কমলা রঙের পানীয়র বোতল খুলে গলায় ঢালার শখ কম-বেশি সকলেরই বর্তমান৷ কিন্তু এই প্রবণতাতেই লুকিয়ে রয়েছে বিপদের হাতছানি! কেন্দ্রীয় সরকারের এক সমীক্ষায় ধরা পড়েছে, দুটি জনপ্রিয় বহুজাতিক সংস্থার একাধিক পানীয়র পেট বটলে রয়েছে ধাতব কণার উপস্থিতি৷ অন্তত পাঁচ রকমের ধাতব পদার্থের অস্তিত্ব ধরা পড়েছে পেপসিকো ও কোকাকোলা সংস্থার একাধিক পানীয়র পেট বটলে৷ মানবদেহে প্রবেশ করলে এই ধাতব কণাই বিষের মতো আচরণ করতে পারে বলে বিশেষজ্ঞদের মত৷ বিশেষত মহিলা ও শিশুদের দেহের অভ্যন্তরে দীর্ঘস্থায়ী ও মারাত্মক ক্ষতিসাধন করতে পারে এই সমস্ত ধাতব পদার্থ৷

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট মোতাবেক, পেপসি, কোকাকোলা, মাউন্টেন ডিউ, স্প্রাইট ও সেভেন আপের ৬০০ মিলিলিটারের পেট বটলের উপর ‘র‍্যান্ডম সার্ভে’ চালানোর সময় এই গলদ ধরা পড়ে৷ সমীক্ষাটি চালানো হয় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে৷ কেন্দ্রীয় সরকার অনুমোদিত সংস্থা ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ডের (ডিটিএবি) নির্দেশে সমীক্ষাটি চালায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ৷ সমীক্ষার ফলাফলে দেখা যায়, পেট বটল-বন্দি পানীয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিমনি, লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতব পদার্থ৷ সমীক্ষার ফলাফলের রিপোর্টটি ইতিমধ্যেই ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ও ডিটিএবি-র চেয়ারম্যানের দফতরে জমা পড়েছে৷

ঠান্ডা পানীয়র পেট বটলে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা কত হওয়া উচিত সে বিষয়ে অবশ্য এ দেশে এখনও কোনও নির্দিষ্ট নিয়ম নেই৷ কিন্তু ওই সমস্ত ধাতু মানবদেহে মাত্রাতিরিক্ত প্রবেশ করলে যে তার ফল ক্ষতিকারক হতে পারে সে কথা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা৷ সমীক্ষায় দেখা গিয়েছে স্প্রাইট, মাউন্টেন ডিউ, পেপসি, কোকাকোলায় প্রতি লিটারে ০.০২৯ মিলিগ্রাম অ্যান্টিমনি, ০.০০২ মিলিগ্রাম মতো লেড রয়েছে৷ এই প্রসঙ্গে অবশ্য অভিযুক্ত কোনও বহুজাতিক সংস্থার তরফেরই বক্তব্য পাওয়া যায়নি৷

The post জনপ্রিয় ঠান্ডা পানীয়র পেট বটলে লুকিয়ে ‘বিষ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement