সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনার জেরে মৃত্যু হল আটজনের। সোমবার দুপুরে দু্র্ঘটনাটি ঘটেছে ছত্তরপুর (Chhatarpur) জেলার চন্দননগর এলাকায়। বিষয়টিকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মধ্যপ্রদেশের পান্না থেকে তিনটি বাইক আসছিল চন্দননগরের দিকে আসছিল। অন্যদিকে পান্নার দিকে যাচ্ছিল একটি স্করপিও (Scorpio)। দুপুর একটার সময় পান্না রোডের পাশে থাকা জাকিরা টেক মন্দিরের কাছে বাইক তিনটির সঙ্গে ওই স্করপিওটির মুখোমুখি সংঘর্ষ হয়। তারপর ওই গাড়িটি গিয়ে রাস্তার পাশে উলটে পড়ে। এর জেরে মোট আটজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
[আরও পড়ুন: তিব্বতে তৎপর লালফৌজ, উপগ্রহ চিত্রে প্রকাশ্যে ‘ড্রাগনে’র অভিসন্ধি]
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্করপিও গাড়িটির চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। এর ফলে তিনটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইককে এমন ধাক্কা মারে যে তাতে বসে থাকা একটি মেয়ের মাথা শরীর থেকে আলাদা হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা গিয়ে যখন দুর্ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে সবাইয়ের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: ‘সামনে দাঁড়িয়ে থেকে দেশকে সুরক্ষা দেয় CRPF’, আধাসামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসে কুর্নিশ মোদির]
The post মধ্যপ্রদেশে তিনটি বাইকে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি, মৃত ৮ appeared first on Sangbad Pratidin.