সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আগের সকাল অর্থাৎ রবিবার কুয়াশায় মুড়ল পথঘাট। স্বাভাবিকভাবেই কমেছে দৃশ্যমানতা। একহাত দূরে থাকা জিনিসও দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। ফলে ট্রেন চলছে বেশ কিছুটা দেরিতে। বাস-গাড়ির গতিতেও লাগাম টেনেছে কুয়াশা। ব্যহত বিমান চলাচলও।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বড়দিনে বাড়বে তাপমাত্রা। কার্যত সেই পূর্বাভাসই সত্যি হল। রবিবার সকাল থেকে পথঘাট কুয়াশায় মোড়ার পাশাপাশি তাপমাত্রা খানিকটা বেড়েছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে মেঘলা থাকবে আকাশ। সেই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্চার প্রভাব। দুইয়ের জোড়া ফলায় কমছে শীতের স্পেল থেকে সাময়িক বিরতি বাংলায়। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।